‘মাল্টিপল ভিউ’ অপশনে তৈরীকৃত ফটোগ্রাফি পেইজের ‘এডমিন’ প্রয়োজনীয় সংখ্যক ‘শাখা পেইজ’ তৈরীর পর উক্ত প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিগন নিজ ‘শাখা পেইজে’ সদস্য হিসেবে অংশগ্রহন করেন। প্রতিটি ‘শাখা পেইজের’ আভ্যন্তরীন ফটোগ্রাফার এবং তাদের ছবি উক্ত শাখা পেইজের ‘জনপ্রিয়’ ট্যাবে প্রাপ্ত পয়েন্ট/স্কোর অনুসারে প্রকাশ হয়। এছাড়াও সবগুলো ‘শাখা পেইজের’ সেরা ‘ছবি’ এবং ‘ফটোগ্রাফারদের’ মূল পেইজের ‘জনপ্রিয়’ ট্যাবে প্রকাশিত হয়।