আপনি তারিখে সুন্দরবন নেভিগেশন কোম্পানী পেইজে
‘সদস্য’ হিসেবে যুক্ত হয়েছেন।
পেইজ সদস্য
আপনি তারিখে সুন্দরবন নেভিগেশন কোম্পানী পেইজে ‘সদস্য’ হিসেবে যুক্ত হয়েছেন।
সুন্দরবন নেভিগেশন কোম্পানী
3 টি শাখা পেইজ তৈরী করেছে
‘মাল্টিপল ভিউ’ অপশনে তৈরীকৃত ফটোগ্রাফি পেইজের ‘এডমিন’ প্রয়োজনীয় সংখ্যক ‘শাখা পেইজ’ তৈরীর পর উক্ত প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিগন নিজ ‘শাখা পেইজে’ সদস্য হিসেবে অংশগ্রহন করেন। প্রতিটি ‘শাখা পেইজের’ আভ্যন্তরীন ফটোগ্রাফার এবং তাদের ছবি উক্ত শাখা পেইজের ‘জনপ্রিয়’ ট্যাবে প্রাপ্ত পয়েন্ট/স্কোর অনুসারে প্রকাশ হয়। এছাড়াও সবগুলো ‘শাখা পেইজের’ সেরা ‘ছবি’ এবং ‘ফটোগ্রাফারদের’ মূল পেইজের ‘জনপ্রিয়’ ট্যাবে প্রকাশিত হয়।
Amarpix.com সাইটে প্রকাশিত ‘প্রাতিষ্ঠানিক ফটোগ্রাফি পেইজে’ ১জন ফটোগ্রাফার ‘ফলোয়ার’ অথবা ‘সদস্য’ হিসেবে যুক্ত হতে পারেন। ‘ফলোয়ার’ হতে অনুমোদন প্রয়োজন হয়না; কিন্তু পেইজের ‘সদস্য’ হতে অনুমোদন/সনাক্তের প্রয়োজন হয়। এর উদ্দেশ্য অপরিচিত/অনাকাঙ্খিত কেউ যেনো প্রাতিষ্ঠানিক ফটোগ্রাফি পেইজের ‘সদস্য’ হতে না পারে। ‘সদস্য’ হতে আগ্রহী ফটোগ্রাফার নির্দিষ্ট কোনো ‘পেইজে’ আবেদনের পর উক্ত পেইজে’র দায়িত্বপ্রাপ্ত ‘এডমিন/এডিটর’ তা অনুমোদন/বাতিল করেন। কিন্তু এডমিন/এডিটর সব আবেদনকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত নাও হতে পারেন, তাই এডমিন/এডিটরের পাশাপাশি যে কোনো ৩জন ‘পেইজ সদস্য’ অপেক্ষমান আবেদনকারীদের ব্যক্তিগতভাবে সনাক্তকরনের মাধ্যমে ‘পেইজ সদস্য’ হিসেবে অনুমোদন দিতে পারবেন। ‘সনাক্তকারীর’ তথ্য পেইজে সংরক্ষিত থাকে, তাই কোনো আবেদনকারীকে পেইজের ‘সদস্য’ হিসেবে সনাক্তকরনের ক্ষেত্রে নিশ্চিত হবার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
আবেদন অগ্রহনযোগ্য
যদি আপনি নিশ্চিত হন যে, আবেদনকারী এই প্রতিষ্ঠানের সাথে কোনোভাবেই যুক্ত নন তবে তা নিশ্চিত করুন। ৫জন পেইজ সদস্য এ বিষয়ে নিশ্চিত করলে উক্ত আবেদনকারীকে স্বয়ংক্রিয়ভাবে পেইজে ‘ব্লক’ এবং জরিমানা করা হবে। কোনো আবেদনকারীকে অগ্রহনযোগ্য নির্বাচনের ক্ষেত্রে নিশ্চিত হবার জন্য সদস্যদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
দুঃখিত। এই ইমেইল দিয়ে কোনো একাউন্ট তৈরী হয়নি। আপনি হয়তো ফোন নম্বর দিয়ে একাউন্ট তৈরী করে তাতে আপনার ইমেইল ঠিকানা যুক্ত করেননি। এক্ষেত্রে অনুগ্রহ করে Amarpix.com ফেসবুক ফ্যান পেইজে প্রয়োজনীয় তথ্যসহ (একাউন্টের নাম, ফোন নম্বর/ইমেইল) যোগাযোগ করে নতুন পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন। আপনার এ সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।