প্রতিষ্ঠানের সদস্য হিসেবে অংশগ্রহন
শুধুমাত্র এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ব্যক্তিগন নিজ নিজ বিভাগ/শাখা ফটোগ্রাফি পেইজে সদস্য হিসেবে যোগ দিতে পারবেন। পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বগুড়া পেইজ এডমিন/এডিটর কর্তৃক অনুমোদন অথবা এই পেইজের যে কোনো ৩জন সদস্যের সনাক্তকরনের মাধ্যমে সদস্য নির্বাচিত হবে।
নোট- একজন ব্যক্তি পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বগুড়া পেইজের যে কোনো ১টি বিভাগ/শাখায় যোগ দিতে পারবেন।