Image Copyright

ছবির কপিরাইট লাইসেন্স

 

Royalty free Image

“রয়্যালিটি ফ্রি ইমেজ” ক্রয়ের মাধ্যমে গ্রাহক তার প্রয়োজনীয় যে কোনো কাজে এবং মাধ্যমে ব্যবহারের অনুমতি লাভ করেন। একাধিক মাধ্যমে একাধিকবার ব্যবহারের জন্য তাকে ছবি/ইমেজের স্বত্বধারীর অনুমতি গ্রহন অথবা পেমেন্ট পরিশোধ করতে হয় না। ফটোগ্রাফার র‌য়্যালিটি ফ্রি ইমেজ এর মূল স্বত্বাধিকারী এবং তিনি তা যে কারো কাছে বিক্রয় অথবা সরবরাহ করার অধিকার সংরক্ষন করেন।

 

শর্তাবলীঃ

  • ক্রয়কৃত “রয়্যালিটি ফ্রি ইমেজ” ক্রেতা/গ্রাহক যে কোনো প্রয়োজনীয় মাপে, তার যে কোনো ব্যক্তিগত অথবা বাণিজ্যিক কাজে, মাধ্যমে ফটোগ্রাফারের অনুমতি এবং নাম উল্ল্যেখ ব্যতিরেকে যতো খুশি ব্যবহার করতে পারবেন। ক্রয়কৃত “রয়্যালিটি ফ্রি ইমেজ” বহুবিধ ব্যবহারের জন্য গ্রাহককে ফটোগ্রাফারকে কোনো অতিরিক্ত ফি প্রদান করতে হবে না।
  • ক্রেতা/গ্রাহক “রয়্যালিটি ফ্রি ইমেজ” এর শুধুমাত্র লাইসেন্সকৃত নিবন্ধিত ব্যবহারকারী, কিন্তু তিনি উক্ত ইমেজের মালিকানাপ্রাপ্ত নন। ফটোগ্রাফার “রয়্যালিটি ফ্রি ইমেজ” এর পূর্ণ স্বত্বাধিকারী এবং তিনি তা যে কোনো পক্ষ অথবা মাধ্যমে প্রকাশ, সরবরাহ এবং বিক্রয়ের অধিকার সংরক্ষন করেন।
  • গ্রাহক রয়্যালিটি ফ্রি ইমেজ নিজ কাজে ব্যবহার ব্যতীত তৃতীয়পক্ষের কাছে সরবরাহ অথবা বিক্রয় করতে পারবেন না।

 

 

Full Copyright Sale

“ফুল কপিরাইট” বিক্রয়ের মাধ্যমে ফটোগ্রাফার তার মালিকানাধীন ছবি/ইমেজ গ্রাহক/ক্রেতার কাছে সম্পূর্ণ স্বত্বসহ বিক্রয় করেন এবং গ্রাহক/ক্রেতা উক্ত ইমেজের পূর্ণ স্বত্বাধিকারী হন। ফুল কপিরাইট বিক্রয়ের পর গ্রাহক উক্ত ছবি/ইমেজ ব্যবহার এবং তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রয় অথবা সরবরাহ করতে পারেন না। প্রয়োজনে ফটোগ্রাফার শুধুমাত্র তার পোর্টফোলিওতে তা প্রকাশের জন্য অধিকার গ্রাহকের কাছ থেকে অনুমতিপ্রাপ্ত হতে পারেন।

 



 

© All Right Reserved

কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার ফটোগ্রাফার কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ  করতে পারবেন না।

 



 

Free Download

 

CC0 ( Public Domain)

এই লাইসেন্সের অধীনে ব্যবহারকারী এই ছবি/ইমেজ বাণিজ্যিক, অবাণিজ্যিক কাজে ব্যবহার, কপি, মোডিফাই (পরিবর্তন) এবং ডিস্ট্রিবিউট (সরবরাহ/প্রকাশ) করতে পারবেন। এজন্য ব্যবহারকারীকে এর স্বত্বধারীর অনুমতি নিতে হবে না অথবা তার নাম উল্ল্যেখ করতে হবে না।

 

CC-BY (Attribution)

এই লাইসেন্সের অধীনে ব্যবহারকারী এই ছবি/ইমেজ বাণিজ্যিক/অবাণিজ্যিক কাজে ব্যবহার, কপি, মোডিফাই (পরিবর্তন) সরবরাহ এবং প্রকাশ করতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীকে উক্ত কাজে এই ছবি বা ইমেজের স্বত্বধারীর নাম উল্ল্যেখ করে ক্রেডিট দিতে হবে।

 

ফ্রি ছবির জন্য “CC (ক্রিয়েটিভ কমনস)” লাইসেন্স কেনো?

আপনার ছবি/ইমেজ এর মালিক যে আপনি তা কে নিশ্চিত করবে? আপনার মালিকানা নিশ্চিত না হলে যে কেউ আপনার ছবি/ইমেজ ইচ্ছেমতো ব্যবহার, ক্রয়-বিক্রয় এবং প্রকাশ করতে পারে। Creative Commons ফ্রি কনটেন্ট (ছবি, ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও) বিশ্বব্যপী প্রচার এবং প্রকাশের ক্ষেত্রে, কনটেন্ট এর আইনগত সীমাবদ্ধতার বিষয়ে সবাইকে সচেতন করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে flicker এবং Youtube এর মতো বড় প্রতিষ্ঠানসমূহ এই প্লাটফর্ম ব্যবহার করছে। Google “CC (ক্রিয়েটিভ কমনস)” কে সহযোগিতা করছে তাদের ব্যবহারকারীদের কনটেন্ট এর আইনগত অধিকার নিশ্চিত করার জন্য। যদিও “CC (ক্রিয়েটিভ কমনস)”  কনটেন্সের নীতিমালা ভঙ্গ করলে কারো বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহন করার নিশ্চয়তা দেয় না, তবে এটি আপনার নিজ কনটেন্ট লিগ্যাল রাইট/অধিকার বিশ্বব্যপী ঘোষনা করার একটি সুযোগ, যেনো ভবিষ্যতে এই কনটেন্ট বিষয়ে আপনি কোন সালিসী কার্যক্রমে এই রেফারেন্স দেখানোর সুযোগ পান যে, আপনি এই কনটেন্টের মালিক এবং আপনার ঘোষিত ব্যবহার নীতিমালা ভঙ্গকারী কোন ক্ষেত্রে ভঙ্গ করেছে। “CC (ক্রিয়েটিভ কমনস)”  রেফারেন্স আন্তর্জাতিকভাবে গ্রহনযোগ্য। এখানে এ সর্ম্পকে আরো বিস্তারিত জানতে পারেন- https://creativecommons.org/about/ 

 

সেলমাইপিক্স.কম ফটোগ্রাফারদের “ফ্রি ছবি/ইমেজ” এর আইনগত অধিকার এবং ব্যবহার নীতিমালা চিহ্নিত করার লক্ষ্যে “CC (ক্রিয়েটিভ কমনস)”  লাইসেন্স ব্যবহারের সুযোগ রেখেছে। “CC” লাইসেন্সের ৬টি ধরন রয়েছে, যার মাঝে আমরা সহজ ২টি ধরন ফটোগ্রাফারদের জন্য বেঁছে নিয়েছি। যে লাইসেন্সটি আপনার কনটেন্ট এর ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে চান, তা আপনি নির্ধারন করবেন। এই লাইসেন্স ব্যবহারের ক্ষেত্রে আপনি যে সকল বিষয়ে সম্মত আছেন-

 

  • ফটোগ্রাফার/স্বত্বাধিকারী ফ্রি ছবি/ইমেজ আপলোডের সময় এই লাইসেন্স সিলেক্ট করার মাধ্যমে ঘোষনা দিচ্ছেন যে, আপনি “CC (ক্রিয়েটিভ কমনস)”  লাইসেন্স নীতিমালা সর্ম্পকে জানেন এবং সচেতন আছেন।  
  • ব্যবহারকারী ঘোষনা দিচ্ছেন যে, তিনি “CC (ক্রিয়েটিভ কমনস)” এর মাধ্যমে নিবন্ধিত ফ্রি ছবি/ইমেজ ব্যবহারের ক্ষেত্রে “CC (ক্রিয়েটিভ কমনস)”  লাইসেন্স নীতিমালা সর্ম্পকে জানেন এবং সচেতন আছেন।
  • উভয়পক্ষ আরো ঘোষনা দিচ্ছেন যে “CC (ক্রিয়েটিভ কমনস)”  লাইসেন্স ব্যবহারের ক্ষেত্রে এর পরবর্তী সকল  আপডেট/পরবর্তী ভার্সনের নীতিমালায় তার সম্মতি রয়েছে।
0.0227
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>