Image Upload Rule

ছবি আপলোডের নিয়ম

আপলোডকৃত ছবি প্রকাশের নীতিমালা

 

আমাদের salemypix.com ওয়েব সাইটে ফটোগ্রাফার একাউন্টে আপনি ছবি আপলোড করার পর এডমিনের অনুমোদনের মাধ্যমে যে কোনো ছবি গৃহিত হয়।  এডমিন আপনাদের আপলোডকৃত ছবিগুলোকে ৩টি অপশনের মাধ্যমে ভাগ করে অনুমোদন করেন।

 

1. Editors Choice

যে সকল ছবির বিষয়, মান এবং বক্তব্য এডমিনের দৃষ্টিতে একটু বিশেষ ধরনের হয় তা [Editors Choice]  অপশনের মাধ্যমে প্রকাশিত হয়। শুধুমাত্র ফ্রি ডাউনলোডের জন্য দেয়া ছবি [Editors Choice] বিভাগে প্রকাশিত হয়।  এই অপশনের মাধ্যমে অনুমোদিত ছবিগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্য ২টি  বিভাগেও প্রকাশিত হয়।

 

2. Photos

এডমিন কর্তৃক অনুমোদন পাওয়া প্রায় সকল ছবিই এই বিভাগে প্রকাশিত হয়।  [Editors Choice] বিভাগের ছবিও এই সেকশনের সাথে মিলিতভাবে প্রকাশ করা হয় কিন্তু  [Profile Only] অপশনের মাধ্যমে অনুমোদিত ছবি এই বিভাগে দেখানো হয় না।

 

3. Profile Only

আমরা মনে করি salemypix.com ওয়েব সাইটে ফটোগ্রাফার একাউন্ট তৈরী করার পর “যে কোনো ছবি আপলোড করতে পারা” ফটোগ্রাফারের অধিকার, তা সুন্দর হোক অথবা অসুন্দর হোক। একজন ফটোগ্রাফারের কাছে তার সকল ছবিই সুন্দর, তাই তিনি যে কোনো ছবিই আপলোড করতে পারেন।  যে সেকল ছবি ফটোগ্রাফির নূন্যতম বৈশিষ্ট্য অথবা শর্ত পূরন করতে পারেনা, আমরা সেগুলোও প্রকাশ করার সুযোগ দিতে চাই, যেনো সব মানুষ ফটোগ্রাফিতে আগ্রহী হয়। কিন্তু অপ্রয়োজনীয় ছবির মাধ্যমে যেনো আমাদের ওয়েবসাইটের  টাইমলাইন পূর্ন না হয় তার জন্য আমরা অপ্রয়োজনীয় ছবিগুলোকে [Profile Only] অপশনের মাধ্যমে  অনুমোদন করি। এই অপশনের মাধ্যমে অনুমোদিত ছবিগুলো শুধুমাত্র ফটোগ্রাফারের ব্যক্তিগত ফটো গ্যালারী বা প্রোফাইলে প্রকাশিত হয়।  এসকল ছবি অন্য বাকি দুটো বিভাগে দেখা যাবে না। 

 

 

ফ্রি অথবা বিক্রয়ের জন্য ব্যবহারকারীর আপলোডকৃত ছবি salemypix.com এর প্রাথমিক নীতিমালার ভিত্তিতে প্রকাশিত হয়। আপলোডকৃত যে কোনো/সকল ছবি প্রকাশের নিশ্চয়তা সেলমাইপিক্স.কম প্রদান করে না। আপলোডের ৬-১২ ঘন্টার মাঝে ছবি/ইমেজ salemypix.com  এ প্রকাশ করা হয়। আমরা যে সকল বিষয়ের ভিত্তিতে ছবি প্রকাশের জন্য অনুমোদন অথবা বাতিল করি-

 

ব্যক্তিগত অথবা পারিবারিক ছবি

সেলমাইপিক্স.কম একটি বাণিজ্যিক এবং পাবলিক প্লাটফর্ম, তাই একান্ত ব্যক্তিগত বা পারিবারিক ছবি আপলোড করার ক্ষেত্রে আমরা ব্যবহারকারীকে নিরুৎসাহিত করি। এজন্য আপলোডকৃত ব্যক্তিগত অথবা পারিবারিক যে কোনো ছবি প্রকাশের নিশ্চয়তা salemypix.com প্রদান করে না। তবে ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ের যে ছবিগুলোর বানিজ্যিক প্রয়োজন এবং সম্ভাবনা রয়েছে সেগুলোর ক্ষেত্রে ভিন্ন কথা। 

 

ছবির সাইজ এবং ফোকাস

ছবি লং ডাইমেনশনে নূন্যতম ১৯২০ পিক্সেল হতে হবে। ফোকাস করা বিষয়  শার্প  এবং ক্লিয়ার হতে হবে। ছোট কোন ছবিকে টেনে বড় করা ছবি গ্রহনযোগ্য হবে না।

 

লাইট এবং কালার

ছবির জন্য লাইটিং একটি গুরুত্বপূর্ন বিষয়। খুব বেশী/কম ব্রাইটনেস এবং অপ্রয়োজনীয় ফ্লাশ ব্যবহার ছবির সৌন্দর্য নষ্ট করে। তাই ওভার/আন্ডার এক্সপোসড ছবি গ্রহনযোগ্য হবে না।

 

ম্যানুপুলেটেড ইমেজ

ছবির মধ্যে বর্ডার জুড়ে দেয়া, অথবা এমনভাবে ম্যানুপুলেট করা যা ছবিতে অতিরিক্ত কৃত্রিমতা তৈরি হয় এমন ছবি গ্রহনযোগ্য হয় না।

 

Embedded Text

ফটোগ্রাফার যদি নিজে ছবিতে কোন টেক্সট সংযোজন করেন, ছবির তারিখ/সময়/স্থান অথবা ফটোগ্রাফারের নাম, কপিরাইট মার্ক সংযোজন করেন, তবে তা গ্রহনযোগ্য নাও হতে পারে।

 

সিরিজ ছবি

ফটোগ্রাফার ভালো ছবির আশায় একই বিষয়ের একাধিক ছবি তুলে থাকেন, এমন ছবির ক্ষেত্রে ভালো ছবি বেছে নিয়ে সর্ব্বোচ্চ ৩টি ছবি আপলোড করবেন, কারন সিরিজ ফটোর ক্ষেত্রে একই ফ্রেমের ৩টি ছবির বেশী গ্রহনযোগ্য হবে না।

 

সেলমাইপিক্স.কম এ যে সকল ছবি/ইমেজ আপলোড করা নিষিদ্ধ

ক) আপনার স্বত্ত্বাধিকার/অধিকার/অনুমতি নেই এমন কোনো ছবি

খ) সামাজিক রীতি ভঙ্গ, ধর্মীয় মূল্যবোধে আঘাত এবং রাজনৈতিক দ্বন্ধ উদ্রেক করে এমন কোনো ছবি

গ) কারো ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ এবং সুনাম নষ্ট করে এমন ছবি

ঘ) পর্নোগ্রাফি, অশ্লীলতা, নগ্নতা, কুরুচিপূর্ন, পাশবিক ও পৈচাশিকতা প্রকাশ পায় এমন কোনো ছবি 

 

ছবির বিষয়বস্তু নির্ধারণ

অবশ্যই, আপনার সব ভালো ছবিগুলো আমরা salemypix.com এ দেখতে চাই। যে সব বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আপনারা ছবি তুলতে পারেন: ইমোশন, অ্যাকশন, মানুষ ও তার জীবন-যাপন, খাবার, খেলা, ফ্যাশন, ব্যবসা-বাণিজ্য, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, সায়েন্স, টেকনোলজি, ঘুরে বেড়ানো, দেশের দর্শনীয় স্থানসমূহ ছাড়াও অন্য যা আপনার ভালো লাগে। আমরা আপনার তোলা ছবি দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি !

 

salemypix.com দক্ষ-অদক্ষ সকল ফটোগ্রাফারের ছবি তুলে ধরার জন্য কাজ করছে, এক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে  ভালোবেসে সবাই ছবি তুলুক, প্রয়োজনে, অপ্রয়োজনে, সবসময়। এছাড়া যাদের বিভিন্ন কাজের জন্য ছবি প্রয়োজন তারা যেনো খুব সহজেই ফ্রি ছবি খুজেঁ  অথবা কিনে নেওয়ার সুযোগ পান। দক্ষ-অদক্ষ সবার ছবি আপলোড করার সুযোগ salemypix.com টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে বাধাগ্রস্ত করতে চায় না। ছবি এক্ষেত্রে শুধুমাত্র সাধারণ কিছু নিয়মাবলীর মাধ্যমে এডমিন ছবি গ্রহন করে। তাই দক্ষ ফটোগ্রাফার নন বলে ছবি আপলোড করা থেকে মোটেও বিরত থাকবেন না, আপনার দৃষ্টিভঙ্গীতে আপনি যা দেখছেন, তাই ফ্রেমবন্দি করুন এবং আমাদের সবাইকে তা দেখার সুযোগ করে দিন।

 

0.0175
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>