Page Terms of Service

Page Terms of Service

এই “পেইজ টার্মস অব সার্ভিস” ‘Salemypix.com ওয়েবসাইট’ এবং এই ওয়েবসাইটে ‘পেইজ তৈরীকারী, পেইজ পরিচালনাকারী ফটোগ্রাফার / এডমিন / এডিটর’ এর মধ্যে সম্পাদিত চুক্তিপত্র। এই ওয়েবসাইটের পেইজ তৈরীর মাধ্যমে ‘পেইজ তৈরীকারী এবং পরিচালনাকারী ফটোগ্রাফার / এডমিন / এডিটর’ এই “পেইজ টার্মস অব সার্ভিস” এ আবদ্ধ হবেন।   

 

নিবন্ধিত যে কোনো ফটোগ্রাফার Salemypix.com সাইটে ব্যবসা প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, ‍ পণ্য এবং নির্দিষ্ট কোনো বিষয়ে পেইজ তৈরী, পরিচালনা এবং তা সকলের জন্য উন্মুক্তভাবে প্রকাশ করতে পারবেন। পেইজ তৈরীকালীন ফটোগ্রাফার / এডমিন / এডিটর’   “Salemypix Page Terms of Service” এর নিম্নোক্ত শর্তাবলী সম্পর্কে অবগত আছেন এবং তা যথাযথভাবে মেনে চলার অঙ্গীকার করছেন।

 

 

১। পেইজের নাম এবং অনুমতি

পেইজ তৈরীকারী এই মর্মে নিশ্চয়তা দিচ্ছেন যে, পেইজ তৈরীকালীন পেইজ সম্পর্কিত  প্রদত্ত সকল তথ্য সত্য এবং তিনি উক্ত পেইজ তৈরীর জন্য অধিকারপ্রাপ্ত অথবা যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত। নীতিমালা ভঙ্গের দায়ে তৈরীকৃত পেইজ কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে এবং এক্ষেত্রে পেইজ তৈরীকারী ফটোগ্রাফার/এডমিনের একাউন্টও বাতিল হতে পারে। পেইজ  তৈরীকারী আরো অঙ্গীকার করছেন যে, তিনি এমন কোনো নামে অথবা বিষয়ে পেইজ তৈরী এবং প্রকাশ করবেন না, যা-  

 

১.ক)      গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অথবা সংবিধানের সাথে সাংঘর্ষিক।

১.খ)      বাণিজ্যিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন/নীতিমালা পরিপন্থী।

১.গ)      অশোভন, নগ্নতা, অশ্লীলতা অথবা পর্নোগ্রাফি বিষয়ক, মিথ্যা, নিন্দাপূর্ন, মানহানিকর, বিভ্রান্তিকর, অথবা হয়রানিমূলক।

১.ঘ)      তৃতীয়পক্ষের অধিকার, মেধাসত্ব, প্রচার অথবা গোপনীয়তার সীমালঙ্ঘনমূলক।

১.ঙ)      ব্যাক্তি অথবা প্রতিষ্ঠানের নামে, যা তাদের সম্মান অথবা ব্যবসায়িক মর্যাদা নষ্ট করে।

১.চ)      এমন কোনো প্রতিষ্ঠান অথবা সংগঠনের নামে পেইজ যা বাংলাদেশের প্রচলিত আইনে নিষিদ্ধ।

১.ছ)      কোনো প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে তৈরী পেইজ।

১.জ)      বিরাম চিহ্ন অথবা কোনো কোড জাতীয় নামে তৈরী করা পেইজ।

 

 

২। পেইজ সাইটে অনুমোদন/বাতিল

২.ক)      তৈরীকৃত সকল পেইজ Salemypix.com কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই ওয়েবসাইটে প্রকাশিত হয়। এক্ষেত্রে কর্তৃপক্ষ যে কোনো “পেইজ” সাইটে অনুমোদন অথবা কোনো কারন দর্শানো ব্যতিরেকে বাতিল করার অধিকার সংরক্ষন করে।

২.খ)       Salemypix কর্তৃপক্ষ সাইটে অনুমোদনপ্রাপ্ত এবং প্রকাশিত যে কোনো ‘পেইজ’ নীতিমালা ভঙ্গ অথবা তৃতীয়পক্ষের যথাযথ অভিযোগের প্রেক্ষিতে কারন দর্শানো ব্যতিরেকে বাতিল করার অধিকার সংরক্ষন করে।

২.গ)       অনুমতি ব্যতিরেকে তৈরী করা যে কোনো পেইজ যথাযথ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাতিল করা হবে।

 

 

৩। প্রকাশযোগ্য তথ্যের ধরন

সেলমাইপিক্স ওয়েব সাইটে নিবন্ধিত যে কোনো ব্যবহারকারী প্রকাশিত পেইজে (বিষয় এবং অনুমোদন অনুযায়ী) নিজের তোলা ছবি আপলোড করতে পারবেন। পেইজে যে সকল তথ্য/ছবি/ইমেজ আপলোড অথবা প্রকাশ করা যাবেনা-

 

৩.ক)      অন্যের তোলা ছবি নিজ নামে, যা কপিরাইট / মেধাসত্ব আইন ভঙ্গ করে।

৩.খ)      যে ছবি বাণিজ্যিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন/নীতিমালা ভঙ্গ করে।

৩.গ)      যা কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের, অধিকার, গোপনীয়তা,  সম্মান অথবা ব্যবসায়িক মর্যাদা নষ্ট করে।

৩.ঘ)      অসামাজিক, অশোভন, নগ্ন, অশ্লীল, পর্নোগ্রাফি, নিন্দাপূর্ন, বিভ্রান্তিকর অথবা হয়রানিমূলক বিষয়ক ছবি।

৩.ঙ)      ম্যানিপুলেট করা ছবি।

 

 

৪। পেইজে আপলোডকৃত ছবির কপিরাইট

পেইজে এডমিন, এডিটর, মেম্বার অথবা ফলোয়ারদের আপলোডকৃত ছবির কপিরাইট নির্বাচনের জন্য ২টি অপশন রয়েছে-

৪.ক)  CC0 :

এই লাইসেন্সের অধীনে যে কেউ এই ছবি/ইমেজ কপি,  বাণিজ্যিক, অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন, যে কোনো মাধ্যমে প্রকাশ এবং সরবরাহ করতে পারবেন। এজন্য ব্যবহারকারীকে ছবির স্বত্বধারীর/ফটোগ্রাফারের অনুমতি নিতে হবে না বা নাম উল্ল্যেখ করতে হবে না।

 

৪.খ)  All Right Reserve:

এর মাধ্যমে ছবির স্বত্বাধিকারী ছবির কপিরাইট সংক্রান্ত সকল অধিকার নিজের জন্য সংরক্ষিত রাখেন। এই লাইসেন্সের অধীন ছবি কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না।

 

 

৫। পেইজে প্রকাশিত তথ্যের ব্যবহার

৫.ক)      পেইজে এডমিন, এডিটর এবং ক্লিকারদের/ফটোগ্রাফারদের আপলোডকৃত সকল ছবি অবারিতভাবে সকলের জন্য বিশ্বব্যাপী প্রচারিত হবে এবং যে কেউ এই সাইটে প্রবেশের মাধ্যমে তা দেখতে পাবে; রিভিউ/র‌্যাংকিং এবং মন্তব্য প্রদানসহ অন্য কোনো মাধ্যমে শেয়ার করতে পারবে।

 

৫.খ)      Salemypix.com তার ওয়েবসাইটে আগত ভিজিটর/ব্যবহারকারীদের কপিরাইট মেনে চলার নিশ্চয়তা প্রদান করেনা।

 

 

৬। এডমিন - এডিটর ক্ষমতা

.)     পেইজ এডমিন - পেইজ এডমিন নতুন এডমিন অথবা এডিটর নিয়োগ-বাতিল, পেইজ পাবলিশ, ছবি অথবা মেম্বার অনুমোদন-বাতিল, পেইজ কমেন্ট রিপ্লাই/ডিলিট; ফটোগ্রাফি অর্ডার, ফটোগ্রাফি  কনটেস্ট এবং ইভেন্ট তৈরী ও পরিচালনা করতে পারবেন।

 

.)     পেইজ এডিটর - পেইজ এডিটর পেইজ এডমিন এর সকল ক্ষমতা পাবেন, কিন্তু নতুন [Admin/Editor] নিয়োগ অথবা বাতিল করতে পারবেন না। 

 

 

৭। এডমিন - এডিটর দায়বদ্ধতা

৭.ক)      এডমিন/এডিটর পেইজে পরিচালনার দায়িত্ব পালন করেন; পেইজ মেম্বার এবং তৃতীয়পক্ষের আপলোডকৃত ছবি পেইজে অনুমোদন অথবা বাতিল করার ক্ষমতা ভোগ করেন; সেহেতু পেইজে প্রকাশিত যে কোনো ছবি অথবা তথ্য প্রকাশের দায়-দায়িত্ব পেইজ এডমিন এবং এডিটর বহন করবেন। কোনো পেইজে অসম্পূর্ন, কপিরাইট ভঙ্গ অথবা বিতর্কিত তথ্য প্রকাশের জন্য Salemypix দায়ী নয়।

৭.খ)       এডিটর/এডমিন তার পেইজে ছবি প্রকাশের ক্ষেত্রে [স্বয়ংক্রিয় অনুমোদন] অপশন নির্বাচন করার পর পেইজে প্রকাশিত  কোনো ছবি  কপিরাইট ভঙ্গ অথবা বিতর্কিত তথ্য প্রকাশের দায়ে অভিযুক্ত হলে Salemypix দায়ী নয়।

৭.গ)       পেইজ এডমিন/ এডিটর পেইজের সকল ক্লিকার/ফলোয়ারদের ক্ষেত্রে সমতা রক্ষা করবেন। ব্যক্তিগত সম্পর্ক, লাভ, ক্ষোভ, হিংসার কারনে পেইজে সংযুক্ত কারো প্রতি বাড়তি সুবিধা প্রদান অথবা ক্ষতির কারন হবেন না। 

৭.ঘ)       নির্বাচিত নতুন পেইজ এডমিন/এডিটর এর যে কোনো কার্যাবলীর জন্য নিয়োগকারী পেইজ এডমিন দায়ী থাকবেন। 

৭.ঙ)       Salemypix.com সাইটে আপনার পরিচালিত পেইজে আপনার অথবা তৃতীয়পক্ষের কোনো বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন না।

৭.চ)       পেইজে ছবি আপলোডে অথবা প্রকাশের জন্য কোনো ফটোগ্রাফারের নিকট থেকে কোনো প্রকার আর্থিক সুবিধা  নেয়া যাবেনা।

৭.ছ)       এডমিন/এডিটর বট, রোবট, স্পাইডার ব্যবহার করে পেইজের ব্যবহারকারী এবং সাইটের কোনো তথ্য কপি, ব্যবহার এবং তৃতীয়পক্ষের নিকট সরবরাহ করতে পারবেন না।

৭.জ)      সর্বোচ্চ ২ (দুই) বার পেইজের নাম পরিবর্তন করা যাবে। প্রতিবার নাম পরিবর্তনের পর  পেইজ  Salemypix.com সাইটের এডমিন/কর্তৃপক্ষ দ্বারা এপ্রুভ হতে হবে।

 

 

৮। ফটোগ্রাফি জব/বিজ্ঞাপন

৮.ক)     পেইজ এডমিন/কর্তৃপক্ষ কর্তৃক  Salemypix.com সাইটে  প্রদত্ত ফটোগ্রাফি বিষয়ক বিজ্ঞাপন  “Salemypix Terms of Service” অনুযায়ী পরিচালিত হবে। যে কোনো জব পোষ্টিং দেয়ার আগে এই নীতিমালা যথাযথভাবে পড়ে দেখার জন্য  অনুরোধ করা যাচ্ছে।

 

 

৯। ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন

৯.ক)      পেইজ এডমিন/এডিটর পুরস্কার ঘোষনাপূর্বক Salemypix.com সাইটে ফটোগ্রাফি কনটেস্ট পরিচালনা করতে পারবেন।

৯.খ)      পেইজ এডমিন/এডিটর এমন কোনো বিষয়ে ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন করবেন না, যা বাণিজ্যিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন ও নীতিমালা ভঙ্গ করে।

৯.গ)      পেইজ এডমিন নিজ পেইজে অন্য কোনো প্রতিষ্ঠানের নামে ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন করতে পারবেন না।

৯.ঘ)      পুরস্কার ঘোষিত কোনো ফটোগ্রাফি কনটেস্ট কোনো সুনির্দিষ্ট কারন ব্যতীত বন্ধ/বাতিল করা যাবেনা।  

৯.ঙ)     পেইজে আয়োজিত ফটোগ্রাফি কনটেস্ট পরিচালনা এবং ঘোষিত পুরস্কার প্রদানে পেইজ এডমিন/কর্তৃপক্ষ অঙ্গীকারাবদ্ধ এবং দায়বদ্ধ। Salemypix.com এক্ষেত্রে কোনো প্রকার দায়-দায়িত্ব বহন করেনা।

৯.চ)   Salemypix.com কোনো পেইজ আয়োজিত  যে কোনো ফটোগ্রাফ কনটেস্ট সাইটে অনুমোদন/বাতিল, চলমান কনটেস্ট স্থগিত/বাতিল করার অধিকার সংরক্ষন করে।

 

 

১০। Salemypix.com দায়মুক্তি

১০.ক)    অজান্তে অথবা অনুমোদন ব্যতিরেকে যে কেউ, কোনো প্রতিষ্ঠান অথবা পন্যের বিপরীতে পেইজ তৈরী করতে পারে।সাইটে নিবন্ধিত কোনো ব্যবহারকারী কর্তৃক সংরক্ষিত কোনো নামে অথবা অনুমোদন ব্যতিরেকে কোনো পেইজ তৈরীর দায় Salemypix বহন করেনা।

১০.খ)     এই সাইটে লগইনকৃত যে কোনো ব্যবহারকারী যে কোনো পেইজের (পাবলিক পেইজ) ছবিতে রেটিং এবং কমেন্ট প্রদান করতে পারে। এক্ষেত্রে ছবিতে কোনো রেটিং অথবা কমেন্টের জন্য Salemypix দায়ী নয়।

১০.গ)     পেইজে প্রকাশিত ছবির/ইমেজের রিভিউ/রেটিং, মন্তব্য,  ডাউনলোড অথবা শেয়ারের নিশ্চয়তা Salemypix প্রদান করেনা।

১০.ঘ)     পেইজে এডমিন, এডিটর অথবা ক্লিকার কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য’ টেকনিক্যাল, হ্যাকিং, অগ্নিকান্ড, প্রাকৃতিক দূর্যোগ, ধর্মঘট, অসহযোগ, রায়ট, সরকারী নিয়ম-নীতি ও নিয়ন্ত্রন আরোপ ইত্যাদি কারণে চুরি, হারানো বা ধ্বংস হলে Salemypix দায়ী নয়।

 

 

১১। পরিবর্তন-পরিবর্ধন

Salemypix.com যে কোনো সময় এই পেইজ টার্মস অব সার্ভিস, পেইজ ডিজাইন, র‌্যাংকিং পদ্ধতি, পপুলার লিষ্ট তৈরী নীতিমালা, স্কোর-পয়েন্ট গননা নীতিমালা পূর্ব ঘোষনা ব্যতিরেকে পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করার অধিকার সংরক্ষন করে।

 

 

0.0191
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>