privacy

প্রাইভেসি পলিসি

 

Salemypix.com সকল ফটোগ্রাফার, গ্রাহক এবং ব্যবহারকারীর প্রদর্শিত ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। নিবন্ধিত এবং অনিবন্ধিত সকল ব্যবহারকারীর জন্য এই সাইটের প্রাইভেসী পলিসি জানা জরুরী, কারন তা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং ব্যবহারের উপর আইনগত প্রভাব রাখে। 

 

তথ্য সংগ্রহ, সংরক্ষন এবং ব্যবহার

ব্যবহারকারী হিসেবে প্রদত্ত তথ্যসমূহ Salemypix.com-এ নিবন্ধিত ব্যবহারকারীকে পরিচিত করতে সহায়তা করে এবং অধিকতর সেবা প্রদানে ভূমিকা রাখে। সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নিবন্ধিত/অনিবন্ধিত ব্যবহারকারীর প্রদর্শিত তথ্য সমুহ Salemypix.com এর বিজ্ঞাপনসহ যে কোনো কাজে ব্যবহার করতে পারবে এবং তা স্পর্শকাতর তথ্য হিসেবে গণ্য করা হবে না। এর মাধ্যমে নিবন্ধিত/অনিবন্ধিত ব্যবহারকারী সরবরাহকৃত ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষন এবং যে কোনো সেবা প্রদানের অফারে ব্যবহার করার জন্য অনুমতি দিচ্ছেন। Salemypix.com ব্যবহারকারীর অনুমতি ব্যতীত অন্য কোনো পক্ষের নিকট বিক্রয়, ভাড়া অথবা বিনিময় করবেনা।

 

ফটোগ্রাফার অথবা গ্রাহক হিসেবে নিবন্ধিত হবার পর সকল ব্যবহারকারীকে Salemypix.com যে কোনো আপডেট, অনুরোধ, প্রমোশনাল/ব্যবসায়িক প্ল্যান/অফার, একাউন্ট সম্পর্কিত যে কেনো তথ্য নোটিফিকেশন, ইমেইল অথবা ফোনের মাধ্যমে জানাতে পারবে। নিবন্ধন, প্রোফাইল তৈরী এবং ভিজিট করাকালীন ব্যবহাকারীকে সনাক্ত করার জন্য Salemypix.com ওয়েবসাইট নিম্ন উপায়ে তথ্য সংগ্রহ করে।

 

প্রদত্ত ব্যক্তিগত তথ্য

- ব্যবহারকারীর নাম

- স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেইল

- শখ এবং সোস্যাল মিডিয়া পেইজের লিংক

 

ফটোগ্রাফার অথবা গ্রাহক হিসেবে একাউন্ট তৈরী, কাজের বিজ্ঞাপন প্রকাশ/গ্রহন, কনটেষ্ট তৈরী/অংশগ্রহন অথবা বিক্রয়ের উদ্দেশ্যে যে তথ্যসমূহ প্রদান করেন তা Salemypix.com এর নিবন্ধিত/অনিবন্ধিত ব্যবহারকারী দেখতে ও পারে। ব্যবহারকারীর প্রদর্শিত তথ্যসমূহ যা প্রকাশ যোগ্য, তা ঐসব নিবন্ধিত/অনিবন্ধিত ব্যবহাকারীগন কপি, সংরক্ষন অথবা অন্য কারো সাথে বিনিময় করতে পারে, যার জন্য সেলমাইপিক্স.কম দায়ী থাকবে না।

 

গ্রাহক কর্তৃক প্রকাশিত কাজের বিজ্ঞাপন অথবা ফটোগ্রাফার কর্তৃক তথ্য/ছবি সম্পর্কে Salemypix.com এর নিবন্ধিত যে কোনো ব্যবহারীকারী ক্ষেত্র বিশেষে শেয়ার অথবা রিপোর্ট করতে পারেন, যার জন্য সেলমাইপিক্স.কম দায়ী নয়।

 

 

কুকিজের মাধ্যমে তথ্য সংগ্রহ ও ব্যবহার

ওয়েবসাইটের সহজ ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক রেকর্ডের জন্য Salemypix.com ব্রাউজারের কুকিজের মাধ্যমে ফটোগ্রাফার এবং গ্রাহকদের তথ্য সংগ্রহ এবং তা ব্যবহার করে

 

ওয়েবসাইট ব্যবহারকারীদের আগ্রহ, ওয়েবসাইটের জনপ্রিয় বিষয়, পেইজ, ভিজিটর আইপি ট্রাক, ভিজিটর সংখ্যা, জিওগ্রাফিক লোকেশন, সাইটের লোড ব্যালেন্স সম্পর্কে জানা এবং বিজ্ঞাপনদাতাদের তা জানানোর জন্য Salemypix.com কুকিজ ব্যবহার করে।

 

নিবন্ধিত/অবনিবন্ধিত ব্যবহারকারীগন এই সাইট ব্যবহারকালীন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের/ব্যক্তির বিজ্ঞাপন/অফার দেখতে পারেন যা উক্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের সার্ভার থেকে দেখানো হয়ে থাকে। উক্ত প্রতিষ্ঠান/ব্যক্তির যেহেতু নিজস্ব শর্তাবলীন এবং প্রাইভেসী পলিসি আছে, তাই তারা আমাদের নিয়মের আওতার বাইরে। ব্যবহারকারীগন উক্ত বিজ্ঞাপন সাইটের লিংকে ক্লিক করে প্রবেশ করলে তাদের শর্তাবলীর জন্য Salemypix.com দায়ী নয়।

 

স্পর্শকাতর  তথ্য

Salemypix.com সাইটে স্পর্শকাতর তথ্যসমূহ প্রকাশে নিরুৎসাহিত করে। ওয়েবসাইট ব্যবহারকারীগন স্পর্শকাতর তথ্যসমূহ নিজ দায়িত্বে প্রকাশ করবেন। স্পর্শকাতর তথ্যের বিপরীতে সংগঠিত কোনো সমস্যা/ঘটনার জন্য এই ওয়েবসাইট দায়ী নয় এবং প্রয়োজনে তা চিরস্থায়ীরূপে মুছে দেয়া, একাউন্ট স্থগিত অথবা বাতিল করার অধিকার রাখে। যে সকল তথ্যকে Salemypix.com স্পর্শকাতর তথ্য হিসেবে গন্য করে-

 

১।   রাজনৈতিক/ট্রেড ইউনিয়ন সম্পর্কিত মতামত

২।   আদর্শগত অথবা ধর্ম সম্পর্কিত ধারনা ও মতামত

৩।   মানসিক অথবা শারিরীক বিষয়ক কোন বর্ননা

৪।   কোন কিছুতে আসক্তি ইত্যাদি

 

এছাড়াও সামাজিক-রাজনৈতিক-আদর্শগত-ধর্ম সম্পর্কিত এবং গ্রাহক-ফটোগ্রাফার স্বার্থের সাথে সাংঘর্ষিক যে কোনো তথ্যকে Salemypix.com স্পর্শকাতর তথ্য হিসেবে ঘোষনা দিতে পারবে।

 

ফিডব্যাক

এই ওয়েব সাইট এবং সেবা সম্পর্কিত বিষয়ে নিবন্ধিত ব্যবহারকারীগন যে মূল্যবান মতামত/ফিডব্যাক প্রদান করবেন, তা Salemypix.com এর নিজস্ব সম্পদ হিসেবে গন্য করা হবে এবং তার প্রচার ও প্রসারের প্রয়োজনে উক্ত মতামত/ফিডব্যাক ব্যবহার করতে পারবে।

 

একাউন্টের তথ্যের নিরাপত্তা

Salemypix.com এ নিবন্ধিত ব্যবহারকারী একাউন্টের লগইন সম্পর্কিত তথ্য, যেমন-ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড সতর্কতার সাথে সংরক্ষন করুন। ওয়েবসাইট ব্যবহারকারী যে কোনো সময় তার একাউন্টের তথ্য পরিবর্তন করতে পারবেন। তথ্যের গোপনীয়তা এবং সংরক্ষনের দায়িত্ব একান্তই ব্যবহারকারীর, যা তিনি তৃতীয় কোনো পক্ষকে সরবরাহ করার জন্য অনুমতিপ্রাপ্ত নন। দাপ্তরিক এবং মেনটেইনেন্স সম্পর্কিত প্রয়োজনে Salemypix.com আপনার প্রদত্ত এবং একাউন্টে রক্ষিত তথ্যসমূহ যে কোনো সময় এক্সেস করতে পারবে।  এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের জাতীয় নিরাপত্তার প্রয়োজনে যথাযথ আইনগত কারন দর্শানো পূর্বক আপনার একাউন্টের তথ্য এক্সেজ করার অধিকার রাখে।

নিয়ন্ত্রনের বাহিরে সংঘটিত  যান্ত্রিক/ টেকনিক্যাল কোনো কারণে অথবা প্রাকৃতিক দূর্যোগ, অগ্নিকান্ড, হ্যাকিং, ধর্মঘট, রায়ট, অসহযোগ, সরকারী নিয়ম-নীতি ও নিয়ন্ত্রন আরোপ ইত্যাদি কারণে নিবন্ধিত ব্যবহারকারীর তথ্য চুরি হলে, হারিয়ে গেলে, একাংশ অথবা সম্পূর্ন ধ্বংস হলে তার Salemypix.com দায়ী নয়।

 

প্রদত্ত তথ্যের নিশ্চয়তা

ব্যবহাকারীগণ ওয়েবসাইট ব্যবহারকালীন প্রদর্শিত ও প্রকাশিত সকল তথ্য যথাযথ নিরীক্ষা পূর্বক যাচাই করে নিবেন। Salemypix.com তার নিবন্ধিত ফটোগ্রাফার এবং গ্রাহকের প্রদত্ত তথ্যের সত্যতার নিশ্চয়তা প্রদান করে না।

 

গোপনীয়তার নীতি পরিবর্তন

Salemypix.com যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে তার প্রাইভেসী পলিসি (গোপনীয়তার নীতি) পরিবর্তন করার ক্ষমতা রাখে। পরিবর্তীত তথ্যসমূহ নিবন্ধিত সকল ব্যবহারকারীকে নিয়মিত দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। Salemypix.com তার ব্যবহারকারীকে উন্নত সেবা প্রদান এবং আস্থা অর্জনে বদ্ধপরিকর। ব্যবহারকারীর যে কোনো পরামর্শ এবং মতামত ‍ওয়েবসাইট এবং সেবার উন্নতিতে সহায়তা করে। ব্যবহারকারীগন যে কোনো মতামত, পরামর্শ অথবা অভিযোগের জন্য অনুগ্রহপূর্বক নিচের নম্বরে কল করুন অথবা ইমেইল করুন।

 

ফোনঃ 01977 33 99 49

ই-মেইলঃ [email protected]

0.0209
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>