টার্মস অব সার্ভিস

 

১। সাধারণ সংজ্ঞা

Salemypix.com একটি ছবি/ইমেজ ক্রয়-বিক্রয়-অর্ডার-সরবরাহ সম্পর্কিত অনলাইন যোগাযোগ মাধ্যম। এই সাইটে নিবন্ধনকৃত গ্রাহক/ক্রেতা এবং ফটোগ্রাফার/সরবরাহকারী উভয়ে আর্থিক বিনিময়ে সেবা গ্রহন/প্রদান, ফটো কনটেষ্ট তৈরী/পরিচালনা/অংশগ্রহন  করেন। এর পাশাপাশি নিবন্ধনকৃত ব্যবহারকারীগণ এই ওয়েবসাইটের প্রদত্ত অন্যান্য সুবিধা ব্যবহার করতে পারেন-

 

(১.১) গ্রাহক বা সেবা গ্রহীতা

গ্রাহক এই ওয়েবসাইটে প্রোফাইল তৈরী, ছবি/ইমেজ সম্পর্কিত বিজ্ঞাপন প্রকাশ, ফটো কনটেষ্ট  তৈরী ও পরিচালনা, ফটোগ্রাফার/সরবরাহকারী অনুসন্ধান, নির্বাচন, যোগাযোগ, প্রকাশিত প্রজেক্ট পরিচালনা, ফিডব্যাক গ্রহন-প্রদান এবং ছবি/ইমেজ ক্রয় করতে পারবেন।

 

(১.২) ফটোগ্রাফার বা সরবরাহকারী

ফটোগ্রাফার/সরবরাহকারী এই ওয়েবসাইটে প্রোফাইল তৈরী, প্রকাশিত বিজ্ঞাপনে অনলাইন বিড/আবেদন, মধ্যস্থতা, প্রজেক্ট পরিচালনা, ছবি সরবরাহ/বিক্রয়/ফ্রি ডাউনলোডের জন্য প্রকাশ, ফিডব্যাক গ্রহন-প্রদান এবং ফটো কনটেষ্টে অংশগ্রহন করতে পারবেন।

এছাড়াও নিবন্ধিত ব্যবহারকারীগন ওয়েবসাইট প্রদত্ত যে সেবা পাবেন তা এই টার্মস অব সার্ভিসের অন্তর্ভূক্ত। salemypix.com প্রয়োজনে যে কোন সময় এই টার্মস অব সার্ভিস এবং এর যে কোনো সেবার পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন এবং পরিমার্জনের অধিকার এবং ক্ষমতা রাখে।

 

(১.৩) একাউন্ট

একাউন্ট মানে Salemypix.com গ্রাহকগণ/ফটোগ্রাফার/ব্যবহারকারীগন অনলাইন নিবন্ধনের মাধ্যমে এই ওয়েবসাইটে যে একাউন্ট তৈরি করেছেন।

 

(১.৪) ওয়েবসাইট / সিস্টেম

ওয়েবসাইট/সিস্টেম মানে Salemypix.com অথবা Salemypix.com প্রদত্ত প্রতিস্থাপিত কোনো URL.

 

২. গ্রাহক - ফটোগ্রাফার সম্পর্ক

(২.১) প্রজেক্ট চুক্তিপত্র

গ্রাহক-ফটোগ্রাফার উভয়ের মাঝে কোনো প্রজেক্টের/সরবরাহের জন্য চুক্তি হলে, গ্রাহক প্রজেক্ট সম্পর্কিত সেবা/সরবরাহ ঘোষিত মূল্যে ফটোগ্রাফারের নিকট থেকে গ্রহন এবং ফটোগ্রাফার নির্দিষ্ট সময়সীমার মাঝে ও ঘোষিত মূল্যে উক্ত প্রজেক্ট/সেবা/সরবরাহ করার জন্য সম্মত হচ্ছেন।

 

(২.২) প্রজেক্ট শর্তাবলী

উভয়পক্ষ কোনোভাবেই Salemypix.com ওয়েবসাইটের টার্মস অব সার্ভিসের সাথে সাংঘর্ষিক কোন শর্তাবলী চুক্তিতে অন্তর্ভূক্ত করবেন না। যদি এমন কোন শর্তাবলী প্রজেক্ট চুক্তিতে অন্তর্ভূক্ত করা হয়, তবে তা অকার্যকর এবং অগ্রহনযোগ্য হিসেবে গন্য হবে।

 

(২.৩) পাওনা পরিশোধের দায়বদ্ধতা

গ্রাহক ব্যাক্তিগত/প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন প্রকাশ, ফটোগ্রাফার নির্বাচন, প্রজেক্ট পরিচালনা ও ডেলিভারী গ্রহন বা চাহিদানুযায়ী সেবা পাওয়ার মাধ্যমে চুক্তি অনুযায়ী ফটোগ্রাফারকে উভয়পক্ষ দ্বারা নির্ধারিত সময়সীমার মাঝে মূল্য পরিশোধ করতে দায়বদ্ধ।

 

(২.৪) প্রজেক্টের সময় এবং গুনগতমান

নির্বাচিত ফটোগ্রাফার/সরবরাহকারী চুক্তিপত্র ও চাহিদানুযায়ী নির্দিষ্ট সময়সীমার মাঝে মানসম্পন্ন সেবা গ্রাহককে সরবরাহ করতে দায়বদ্ধ।

 

(২.৫) ব্যবহারকারীর স্বাধীনতা

গ্রাহক-ফটোগ্রাফার উভয়ে সম্মতি প্রদান করছেন যে, তাদের সর্ম্পক স্বাধীন চুক্তিকারী হিসেবে কার্যকর। ফটোগ্রাফার স্বাধীন কন্ট্রাক্টর হিসেবে প্রজেক্ট সরবরাহ করবেন। ঘোষিত অনলাইন প্রজেক্ট চুক্তিপত্র কোনভাবেই উভয়পক্ষের মধ্যে কোন এজেন্সী, অংশীদারিত্ব, অথবা নিয়োগকর্তা-নিয়োগকর্মী সম্পর্ক হিসেবে গন্য হবে না। চুক্তি অনুযায়ী উভয়পক্ষ শুধুমাত্র নির্দিষ্ট প্রজেক্ট বাস্তবায়নের জন্য সম্মত হচ্ছেন।

 

৩। ব্যবহারকারী এবং Salemypix.com সম্পর্ক

(৩.১) জেনারেল

কোন প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে গ্রাহক-ফটোগ্রাফার উভয়ের মাঝে Salemypix.com কোন ঠিকাদারি প্রতিষ্ঠান অথবা নিয়োগকর্তা নয়। এই ওয়েবসাইটে গ্রাহকের প্রকাশিত কোন কাজ/প্রজেক্ট বিজ্ঞাপনের যথার্থতা, সত্যতা; ফটোগ্রাফারের দক্ষতা, সরবরাহকৃত সেবার গুনমান, বৈধতা, অঙ্গীকার, নিরাপত্তা প্রদান, সেবা প্রদানের সামর্থ্য এবং যোগ্যতা Salemypix.com নিশ্চিত করে না। গ্রাহকের গ্রহনকৃত সেবার বিপরীতে ঘোষিত মূল্য পরিশোধের সামর্থ্য অথবা ফটোগ্রাফারের আবেদনকৃত/প্রাপ্ত কোন প্রজেক্ট পরিচালনা/সম্পন্ন করার সামর্থ্যে নিশ্চয়তা Salemypix.com প্রদান করে না। Salemypix.com এই ওয়েবসাইটে প্রকাশিত প্রজেক্ট/কাজের জন্য ফটোগ্রাফার আবেদন, নির্বাচন, শর্তাবলী তৈরী, নিয়োগ, পরিচালনা, প্রজেক্ট থেকে বাদ সম্পর্কিত কোন ধরনের নিয়ন্ত্রন করে না।

 

(৩.২) চুক্তির সুবিধাভোগী তৃতীয়পক্ষ

Salemypix.com ফটোগ্রাফার-গ্রাহক প্রজেক্টের তৃতীয় পক্ষ হিসেবে সুবিধাভোগী। ফটোগ্রাফার-গ্রাহক জ্ঞাত এবং সম্মত আছেন যে, Salemypix.com এই ওয়েবসাইটের ভ্যালু, রেপুটেশন এবং সম্মান রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় মনে করলে তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে, যে কোন প্রজেক্ট, একাউন্ট স্থগিত, বাতিল অথবা অন্য যে কোন আইনগত ব্যবস্থা নেয়ার অধিকার রাখে।

 

(৩.৩) এজেন্সী

Salemypix.com এ নিবন্ধিত ব্যবহারকারীগণ কোনভাবেই এই ওয়েবসাইটের এজেন্সী, ফ্রাঞ্চাইজি, পার্টনারশীপ অথবা জয়েন্ট ভেঞ্চার সম্পর্কে আবদ্ধ নন।

 

৪। দায়মুক্তি

(৪.১) এই ওয়েবসাইটে গ্রাহক প্রদত্ত বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশিত কাজ/প্রজেক্ট প্রাপ্তির নিশ্চয়তা এবং সত্যতা Salemypix.com কোনো ভাবেই প্রদান করে না এবং গ্রাহক প্রদত্ত বিজ্ঞাপন ঘোষণার বিপরীতে ফটোগ্রাফার/ সরবরাহকারীর আশানুরূপ আবেদন/বিড পাওয়ার নিশ্চয়তা Salemypix.com প্রদান করে না।

 

(৪.২) ফটোগ্রাফার দ্বারা প্রকাশিত ছবির/ইমেজের বিক্রয়, ফ্রি ডাউনলোড, লাইক, শেয়ারের নিশ্চয়তা প্রদান করেনা।

 

(৪.৩) এই ওয়েবসাইটে ‘ব্যবহারকারীর প্রদত্ত যে কোনো তথ্য’ টেকনিক্যাল, হ্যাকিং, অগ্নিকান্ড, প্রাকৃতিক দূর্যোগ, ধর্মঘট, অসহযোগ, রায়ট, সরকারী নিয়ম-নীতি ও নিয়ন্ত্রন আরোপ ইত্যাদি কারণে চুরি, হারানো বা ধ্বংস হলে Salemypix.com দায়ী নয়।

 

(৪.৪) ফটোগ্রাফারদের আপলোডকৃত সকল ছবি Salemypix.com সাইট এডমিন ম্যানুয়ালি এপ্রুভ/অনুমোদন দিয়ে সাইটে প্রকাশ করে। এডমিন যে সকল ছবি গ্রহন করা থেকে বিরত থাকে, সেই সকল ছবি ফটোগ্রাফারের একাউন্টের [My Photo] ট্যাবের [Refuse] সেকশনে পরবর্তী ১০দিন পর্যন্ত রাখা হয়। এই [Refuse] সেকশনের ছবিগুলো এডমিন কর্তৃক বাতিল হবার ১০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে সাইট ডাটাবেইজ থেকে স্থায়ীভাবে মুছে দেয়া হয়। এক্ষেত্রে সকল ফটোগ্রাফারের কাছে অনুরোধ, আপনারা আপনার ছবির ব্যাকআপ রাখুন। কারন Salemypix.com সাইট থেকে বাতিল করা ছবি চিরস্থায়ীভাবে সংরক্ষনের নিশ্চয়তা দেয় না। 

 

(৪.৫) Salemypix.com কোনো প্রকার ঘোষনা ব্যতীত তথ্য, লোগোসহ এই ওয়েবসাইটের যে কোন সেকশনের/পেইজের/ডিজাইন পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন করার অধিকার রাখে।

 

(৪.৬) আপনার প্রদত্ত সকল তথ্য/কনটেন্ট (যে সকল তথ্য আপনি দেখাতে চাননা, তা ব্যতীত) বিশ্বব্যাপী, বাধাহীন, রয়্যালিটি ফ্রি, অপরিবর্তনীয়ভাবে প্রচার করার কপিরাইট এবং প্রচার করার অধিকার আপনি Salemypix.com কে দিচ্ছেন, এবং Salemypix.com প্রয়োজনে তার প্রচার/প্রসারের বিজ্ঞাপনে আপনার প্রদত্ত মাল্টিমিডিয়া কনটেন্ট ব্যবহার করতে পারবো।

 

(৪.৭) এই ওয়েবসাইটের ব্যবহার এবং উপকরণের সীমাবদ্ধতা, সকল দায়িত্ব এবং ঝুঁকি সংক্রান্ত যে সকল তথ্য দেয়া আছে এবং দেয়া নেই, আপনি সে সর্ম্পকে ধারণা রাখেন এবং অনুমান করতে পারেন। কোন পরিপ্রেক্ষিতেই Salemypix.com অথবা এর পরিচালকগন, কর্মীবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ, পার্টনারবৃন্দ অথবা এজেন্টরা কোনভাবে দায়বদ্ধ হবেন না। এছাড়াও যে সব  কারনে উপরোল্লিখিত পক্ষগন দায়বদ্ধ নন-

(৪.৭.১) কোন আকস্মিক ক্ষতি, প্রত্যক্ষ বা পরোক্ষ শাস্তিমূলক ক্ষতি, অনুবর্তী ক্ষতিসমূহ (লাভের ক্ষতি, তথ্য এক্সেসে বিঘ্ন, ব্যবসায়িক তথ্য হারানোর ক্ষতি বা অন্য কোন আর্থিক ক্ষতি)

(৪.৭.২) এই ওয়েবসাইটে কোন উপকরণ বা উহার কোন অংশ ব্যবহারের কারনে, যে সকল ক্ষতির সম্ভাবনা সর্ম্পকে উল্লেখ করা হয়েছে অথবা উল্লেখিত নয় কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে ক্ষতি অবশ্যম্ভাবী হয়েছে

(৪.৭.৩) ওয়েবসাইট ব্যবহারকারী তৃতীয় পক্ষ কর্তৃক “ইন্টেলেকচ্যুয়াল প্রপাটি রাইট” ভঙ্গ করার কোন দায়,

(৪.৭.৪) ফটোগ্রাফার-গ্রাহক উভয় ব্যবহারকারীর চুক্তি ভঙ্গকারী কোন দায় উদ্ভুত হলে

 

(৪.৮) এই ওয়েবসাইট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইনের অধীনে পরিচালিত, তাই এই ওয়েবসাইটের এর কোন শর্তাবলী যদি প্রচলিত আইনে সীমাবদ্ধ থাকে বা বর্জনের বিধান থাকে, তেমন কর্মকান্ড থেকে সকল ব্যবহারকারী বিরত থাকবেন।

 

(৪.৯) নিবন্ধিত ব্যবহারকারীনগন স্বীকার করছেন যে, Salemypix.com কোন আইনি সেবা প্রদান বা সাইট ব্যবহারের ক্ষেত্রে সমস্যার সম্মূখীন হলে আইনগত কোন বিষয়ে আপনাকে পরামর্শ প্রদান করবে না। ব্যবহারকারী প্রয়োজনবোধে তৃতীয় কোনো আইন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহন করবেন।

 

৫।  ব্যবহারকারীর তথ্য সংযুক্তি

Salemypix.com ওয়েবসাইটে ব্যবহারকারী হিসেবে যে সকল তথ্য আপনি প্রকাশ করছেন, তার পুরো দায়-দায়িত্ব আপনার এবং সেই সাথে প্রদত্ত সকল প্রকার তথ্য/কনটেন্ট এর মালিকানা আপনার নিজস্ব ও নিজ দায়িত্বে দিচ্ছেন এবং এজন্য প্রয়োজনীয় অধিকার আপনার আছে, যেমন-

 

ক) টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও সামগ্রিকভাবে “মাল্টিমিডিয়া কনটেন্ট”,

খ) Salemypix.com এর ফিডব্যাক ফোরাম এবং পাবলিক মেসেজ এরিয়াতে কোন পোষ্টিং

গ) যা আপনি ব্যক্তিগত তথ্য (প্রতিষ্ঠান হলে প্রাতিষ্ঠানিক তথ্য) হিসেবে প্রদান করেন

ঘ) বায়োগ্রাফি, কাজের উদাহরণ, যা ওয়েবসাইটের অন্য ব্যবহারকারীগনের কাছে তুলে ধরেন

 

৬। ব্যবহারকারী যে সকল তথ্য দিতে পারেন না

ক) অশোভন, নগ্নতা, অশ্লীলতা অথবা পর্নোগ্রাফি বিষয়ক

খ) ভুল, মিথ্যা, মানহানিকর, নিন্দাপূর্ন, মানহানিকর, বিভ্রান্তিকর, হুমকি বা হয়রানিমূলক

গ) তৃতীয়পক্ষের অধিকার, মেধাসত্ব, প্রচার অথবা গোপনীয়তার সীমালঙ্ঘনমূলক

ঘ) ধর্মীয়-সামাজিক-রাজনৈতিক উস্কানিমূলক

 

ব্যবহারকারী দ্বারা উল্ল্যেখিত ধরনের তথ্য প্রকাশ Salemypix.com অনুমোদন করে না এবং ওয়েবসাইটের ব্যবহারকারীর এই ধরনের তথ্য পোষ্টের/সংযুক্তির দায় নেয় না। ওয়েবসাইটে পোষ্ট করা কোন তথ্য প্রকাশের অনুপযুক্ত হলে তার বিরুদ্ধে Salemypix.com যে কোন ধরনের আইনী ব্যবস্থা গ্রহন, উক্ত একাউন্ট সাময়িক স্থগিত অথবা সম্পূর্ণ বাতিল করার অধিকার রাখে।

 

৭. সম্মতি

(৭.১) এই টার্মস অব সার্ভিস এর মধ্যে প্রাইভেসী পলিসি, আইপি পলিসি এবং প্রদত্ত অন্যান্য গাইড লাইন অথবা ওয়েবসাইটে প্রদর্শিত থাকা কনটেন্ট; কিছুই আইনগতভাবে আপনার সাথে (আপনি, নিবন্ধিত/অনিবন্ধিত ব্যবহারকারী, ফটোগ্রাফার, গ্রাহক, আপনার, আপনাকে) এবং Salemypix.com, এই ওয়েবসাইট, আমরা, আমাদের) এর একটি চুক্তিপত্র। Salemypix.com এর ওয়েবসাইট, ডোমেইন এবং সাব-ডোমেইনে প্রদত্ত সেবা ব্যবহার বা ভিজিটের ক্ষেত্রে আপনি এই আইনগত বিষয় মেনে নিচ্ছেন এবং সেই অনুযায়ী কার্যক্রম চালানোর অঙ্গীকার করছেন। আপনি যদি এই প্রদত্ত টামর্স অব সার্ভিসে সম্মত না হোন, তবে এই সাইটে প্রবেশ এবং সাইটের সেবা গ্রহন থেকে বিরত থাকুন।

 

(৭.২) Salemypix.com প্রদত্ত টামর্স অবস সার্ভিস যে কোন সময় পরিবর্তন করতে পারে।এই সাইট ব্যবহারের জন্য আপনি এই পরিবর্তনসমূহ গ্রহনে সম্মতি দিচ্ছেন। যদি আপনি প্রদত্ত টামর্স অব সার্ভিসের কোন শর্ত ভঙ্গ করেন তাহলে, Salemypix.com সাইটে আপনার প্রবেশাধিকার এবং এর সেবাসমূহ গ্রহন করার সুযোগ বাতিল করা হবে।

 

৮. মেধা সম্পত্তি ব্যবহারে সীমাবদ্ধতা

(৮.১) এই ওয়েবসাইটের সকল কনটেন্ট, ইমেজ, ছবি, গ্রাফিকাল এবং এ সম্পর্কিত মেটাডাটা (সম্মিলিতভাবে “Salemypix.com এর কনটেন্ট”)। Salemypix.com এর সকল কনটেন্ট কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেড সিক্রেট এবং অন্যান্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের আওতাধীন। Salemypix.com এর যে কোন কনটেন্টের অনুমোদনহীন ব্যবহার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এবং এই টামর্স অব সার্ভিসের শর্তাবলী লঙ্ঘন বলে বিবেচিত হবে। Salemypix.com কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে চুক্তি ব্যতিরেকে Salemypix.com এর কনটেন্ট ব্যবহারের অনুমতি প্রদান করে না। আপনি সম্মত হচ্ছেন, আপনি এর কোন তথ্য/কনটেন্ট কপি, প্রকাশ, পুনঃপ্রকাশ, ফ্রেমিং, লিংক প্রদান, ডাউনলোড, ট্রান্সমিট, মডিফাই এর উপর ভিত্তি করে কোন কনটেন্ট তৈরি, ভাড়া, লিজ, লোন, বিক্রয়, সরবরাহ, এসাইন, প্রদর্শন, লাইসেন্স, সাবলাইসেন্স অথবা এই সাইটের রিভার্স ইঞ্জিনিয়ারিং করবেন না। উপরন্তু আপনি সম্মত হচ্ছেন, আপনি Salemypix.com বিষয়বস্তুর সাথে কোন ডাটা মাইনিং, রোবট অথবা অনুরূপ ডাটা অথবা ইমেজ সংগ্রহ এবং নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করবেন না।

 

(৮.২) চুক্তি ব্যতীত ব্যতীত আপনি Salemypix.com এর কোনো কনটেন্ট ডাউনলোড, সরবরাহ, প্রদর্শন অথবা কপি করবেন না।

(৮.৩)  Salemypix.com এ প্রকাশিত কোন কনটেন্ট এর কপিরাইট নোটিশ অথবা কোন কনটেন্ট এর জলছাপ মুছে দিয়ে ব্যক্তিগত অথবা বাণিজ্যিক কাজে ব্যবহার করবেন না।

(৮.৪) আপনি Salemypix.com এর ট্রেড মার্ক, লোগো, ইমেজ অথবা অন্যান্য গ্রাফিক প্রপার্টিসমূহ অনুমতি ব্যতীত ব্যবহার করবেন না।

 

৯. কপিরাইট

(৯.১) কপিরাইট লঙ্ঘন
কোন ব্যবহারকারী কপিরাইট আইন লঙ্ঘন করে কোন ইমেজ বা তথ্য এই সাইটে আপলোড করবেন না। কপিরাইট আইন ভঙ্গ এবং তৃতীয় পক্ষের মেধাস্বত্ব অধিকার লঙ্ঘন- এমন অভিযোগ কোনো ব্যবহারকারীর বিরুদ্ধে প্রমানিত হয় তবে Salemypix.com নিজস্ব বিবেচনার ভিত্তিতে গ্রাহকের কনটেন্ট এই ওয়েবসাইট থেকে মুছে ফেলা সহ নিবন্ধন বাতিল করতে পারবে।

 

(৯.২) কপিরাইট সর্ম্পকিত অভিযোগ

যদি আপনি মনে করেন Salemypix.com ওয়েবসাইটে প্রদত্ত/প্রদর্শিত/আপলোডকৃত কোন কনটেন্ট আপনার কোন পন্যের কপিরাইট ভঙ্গ করছে, তবে অতিসত্বর আমাদের ফোন বা ইমেইলের সাহায্যে অভিযোগ জানান। Salemypix.com কপিরাইট লঙ্ঘিত উক্ত কনটেন্ট প্রমান সাপেক্ষে এই সাইট থেকে সরিয়ে ফেলবে এবং আইন ভঙ্গকারী ব্যবহারকারীকে নোটিশ প্রদান করবে।

 

১০. নিবন্ধন তথ্য; একাউন্ট নিরাপত্তা

এই ওয়েবসাইটে আপনার একাউন্ট রেজিষ্ট্রেশন/নিবন্ধন করার ক্ষেত্রে, আপনি সম্মতি দিচ্ছেন যে-

(১০.১) আপনি সম্পূর্ন সঠিক এবং হালনাগাদ তথ্য এই সাইটের নিবন্ধন ফরমে প্রদান করবেন

(১০.২) আপনার একাউন্টের পার্সওয়ার্ড গোপনীয়তার সাথে সংরক্ষন করবেন

(১০.৩) অন্য কাউকে এই একাউন্টের মাধ্যমে কোন প্রকার কার্যক্রম চালানোর সুযোগ দিবেন না

(১০.৪) আপনার রেজিষ্ট্রেশনে/নিবন্ধতে প্রদত্ত ডাটাসমূহ হালনাগাদ নিয়মিত করবেন

(১০.৫) এই একাউন্টের মাধ্যমে আপনার পরিচালিত সকল কার্যাবলীর দায়দায়িত্ব আপনার ব্যক্তিগতভাবে আপনার

 

১১. অথোরাইজড ব্যবহার

(১১.১) এই ওয়েবসাইটে আপলোডকৃত বিভিন্ন ফটোগ্রাফিক ইমেজ এবং তথ্য/কনটেন্টসমূহ যা আপনি অথবা তৃতীয় কোন পক্ষ থেকে ষ্টোর, ম্যাসেজ, কমেন্টস অথবা এই ওয়েবসাইটে অন্যান্য বিষয়সমূহ ব্যবহারের ক্ষেত্রে নিজ দায়িত্ব এবং ঝুকিঁতে ব্যবহার করবেন।

 

(১১.২) আপনি বা তৃতীয় পক্ষ দ্বারা পোষ্টকৃত, ষ্টোরকৃত অথবা আপলোডকৃত কোন তথ্য/কনটেন্টের জন্য অথবা তথ্য/কনটেন্ট হারানো অথবা ক্ষয়-ক্ষতির জন্য কোনভাবেই Salemypix.com দায়বদ্ধ থাকবে না।

 

(১১.৩) আপনি অথবা তৃতীয় পক্ষ দ্বারা আপলোডকৃত কোন কনটেন্টের জন্য কোন প্রকার ভুল, মানহানিকর, মিথ্যা, অশ্লীলতা, দোষ, ত্রুটি এর জন্য কোন দায় বা বিতর্কের সৃষ্টির জন্য কোনভাবেই Salemypix.com দায়বদ্ধ নয়। যে ব্যবহারকারী উক্ত কনটেন্ট আপলোড, ষ্টোর, পোষ্ট বা সরবরাহ করেছেন, তিনিই ব্যক্তিগত/ প্রাতিষ্ঠানিকভাবে দায়বদ্ধ হবেন।

 

(১১.৪) Salemypix.com এই ওয়েবসাইটে ব্যবহারকারী কর্তৃক কনটেন্ট পোষ্টিং এর ক্ষেত্রে এডিট বা মনিটরিং করে না, তবে নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রয়োজনীয় মনে করলে Salemypix.com যে কোন ব্যবহারকারীর পোস্টিং করা কনটেন্ট যে কোনো সময়ে, কোন কারন অথবা নোটিশ ব্যতিরেকে সংস্কার অথবা বাতিল করার অধিকার রাখে।

 

(১১.৫) ব্যবহারকারী হিসেবে আপনি নিজ দায়িত্বে এই ওয়েবসাইটে আপনার পোষ্টকৃত কনটেন্টের ব্যাকআপ কপি সংরক্ষন করবেন।

 

(১১.৬) আপনি জানেন এবং সম্মত আছেন, Salemypix.com এর অধিকার এবং নিরাপত্তা সংরক্ষনের প্রয়োজনে, অথবা Salemypix.com এর অ্যাফিলিয়েটসমূহের পরিচালক, এমপ্লয়ী, অফিসার, গ্রাহক অথবা জনগণের নিরাপত্তার প্রয়োজনে আপনার একাউন্টে আপনার সর্ম্পকিত প্রদত্ত সকল তথ্য অথবা এই ওয়েবসাইটে আপনার ব্যবহার সর্ম্পকিত সকল তথ্য কোন প্রকার আইনি প্রক্রিয়া অনুসরন ছাড়াই অ্যাকসেস, সংগ্রহ, ব্যবহার অথবা প্রকাশ করতে পারবে।

 

(১১.৭) এই ওয়েবসাইটে আপনি কোন তথ্য এবং কনটেন্ট পোষ্টের ক্ষেত্রে প্রতিশ্রুতি দিচ্ছেন যে,

 

ক)    তথ্য/কনটেন্ট এর স্বত্ত্ব আপনার আছে এবং আপনি এটি ব্যবহার করার অধিকার রাখেন, অথবা এই ওয়েবসাইটে তথ্য/কনটেন্ট পোষ্ট করার প্রয়োজনীয় স্বত্ব এবং আইনগত অধিকার আপনার আছে।

 

খ)    এই ওয়েবসাইট ব্যবহারকালীন ভুল, মিথ্যা, বিভ্রান্তিকর, প্রতারণা, অশ্লীল, নগ্ন, অন্যের গোপনীয়তা ও সুনাম নষ্ট, অধিকার ক্ষুন্ন, ধর্মীয়-সামাজিক-রাজনৈতিক উস্কানিমূলক ছবি/টেক্সট/ইমেজ/মন্তব্য বিষয়ক/সম্পর্কিত কোনো প্রকার তথ্য যুক্ত, উপস্থাপন এবং প্রকাশ করবেন না। এই ধরনের কার্যাবলীর জন্য ব্যবহারকারী ব্যক্তিগতভাবে দায়ী হবেন এবং সেলমাইপিক্স.কম কোনো প্রকার কারন দর্শানো ব্যাতিরেকে যে কোনো ব্যবহারকারীর তথ্য অপসারন, একাউন্ট স্থগিত, বাতিলসহ অভিযুক্ত ব্যবহারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার অধিকার রাখে।

 

(১১.৮) Salemypix.com ওয়েবসাইটটি শুধুমাত্র কনটেন্ট প্রদর্শন এবং বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থাপনের একটি মাধ্যম এবং এই ওয়েবসাইটে ব্যবহারকারীদের প্রদর্শিত, পোস্টকৃত, সরবরাহকৃত কনটেন্ট এবং তথ্যসমূহের জন্য Salemypix.com দায়বদ্ধ নয় এবং Salemypix.com ব্যবহারকারীর ব্যক্তিগত/প্রাতিষ্ঠানিক কনটেন্ট উন্নয়নে কোন প্রকার ভূমিকা পালন করে না।

 

১২. তৃতীয়পক্ষের ওয়েবসাইট লিংক

এই ওয়েবসাইটে ব্যবহারকারীকে বিভিন্ন সুযোগে দেয়ার সুবিধার্থে অথবা বিজ্ঞাপনের কারনে তৃতীয়পক্ষের বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেয়া থাকতে পারে। কিন্তু এই সকল তৃতীয়পক্ষের ওয়েবসাইটের লিংক আপনি ক্লিক করার মাধ্যমে তাদের সেবা প্রদান, সত্যতা, নির্ভরযোগ্যতা অথবা নিরাপত্তার সরাসরি অথবা পরোক্ষ কোন নিশ্চয়তার দায় Salemypix.com গ্রহন করেনা। আমাদের অনুরোধ থাকবে, আপনি ওই সকল ওয়েবসাইটের লিংকসমূহ ক্লিক করার সময় নিজ দায়িত্বে তাদের নির্ভরযোগ্যতা, যথার্থতা এবং সত্যতা সর্ম্পকে নিশ্চিত হয়ে নিন।

 

১৩. ওয়েবসাইটে প্রদত্ত তথ্যসমূহ

Salemypix.com ওয়েবসাইটে প্রদত্ত ব্যবহারকারীদের তথ্য/কনটেন্টসমুহের বিক্রয় যোগ্যতা বা স্বত্বাধিকার, যথার্থতা, নিশ্চয়তা, প্রদর্শনের স্বত্বাধিকার; এমন কোন নিশ্চয়তা প্রদান করে না। প্রদত্ত কনটেন্টসমূহ আপনার বা ওয়েবসাইট উপকরণসমূহ আপনার প্রয়োজনীয়তা পূরণ করবে বা ব্যবহার ত্রুটিমুক্ত হবে তার কোন নিশ্চয়তাও দেয় না। প্রত্যেক ব্যবহারকারী নিজ দায়িত্বে কনটেন্ট উপস্থাপন করবেন এবং ক্রেতা নিজ দায়িত্বে তা ক্রয় বা ব্যবহার করবেন।

 

১৪. একাউন্ট স্থগিত/বাতিল

(১৪.১) এই ওয়েবসাইটের শর্তাবলী ভঙ্গ এবং Salemypix.com নিজস্ব বিবেচনার ভিত্তিতে কোন নোটিশ ছাড়া আপনার একাউন্ট বাতিল অথবা এই ওয়েবসাইট আপনার ব্যবহারের জন্য স্থগিত করার অধিকার সংরক্ষন করে। একাউন্ট বাতিলের মাধ্যমে আপনার একাউন্টে সংরক্ষিত সকল তথ্য এবং মেটেরিয়াল Salemypix.com ওয়েবসাইট থেকে সম্পূর্নরূপে মুছে দেয়ার অধিকার সংরক্ষন করে। Salemypix.com কর্তৃক আপনার একাউন্ট বাতিল করা হলে, আপনি এই সাইটের ব্যবহারকারী হিসেবে কোন প্রকার কর্মকান্ড চালানোর চেষ্টা থেকে বিরত থাকবেন।

 

(১৪.২) কোনো গ্রাহক অন্য কোনো গ্রাহককে সেলমাইপিক্স.কম ম্যাসেজিং (ম্যাসেজ, কমেন্টস্, অনুরোধ) সিস্টেমের মাধ্যমে বিরক্ত করবেন না। এই ধরনের কর্মকান্ডের জন্য ভুক্তভোগী ব্যবহারকারীর অভিযোগের ভিত্তিতে অথবা স্বপ্রনোদিত হয়ে সেলমাইপিক্স.কম যে কোনো ম্যাসেজ, কমেন্টস বাতিল, একাউন্ট স্থগিত, বাতিল এবং আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারবে।

 

 

১৫. ক্ষতিপূরণ

আপনি সম্মত আছেন যে, এই ওয়েবসাইট ব্যবহারে আপনি ওয়েবসাইট শর্তাবলী ভঙ্গ, কোন চুক্তির শর্ত ভঙ্গ, কোন ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি রাইট ভঙ্গ এবং আপনার কোন কার্যাবলীর জন্য কোন প্রকার দায়, ক্ষতিপূরণ, আইনগত জটিলতা উদ্ভুত হলে, তার জন্যে সর্বোপরি আপনি ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন। উক্ত দায়মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিজ দায়িত্বে নিজ খরচে নিবেন এবং Salemypix.com অথবা এর সহযোগী, এবং নিজ নিজ পরিচালক, কর্মচারী, কর্মকর্তা, বিজ্ঞাপনদাতা, পার্টনার, শেয়ারহোল্ডার, এজেন্টদেরকে ‍উক্ত দায়ের সাথে কোনভাবেই সংযুক্ত করবেন না বা ক্ষতিপূরনের জন্য দায়বদ্ধ করবেন না।

 

১৬. ওয়েবসাইট শর্তাবলী পরিবর্তন

এই ওয়েবসাইটের যে কোন শর্তাবলী সংশোধন, পরিবর্ধন বা পরিমার্জনের অধিকার Salemypix.com সংরক্ষন করে। যে কোন শর্তাবলীর সংশোধন, পরিবর্ধন বা পরিমার্জন করা হলে তা ওয়েবসাইটে প্রকাশের সময় থেকেই কার্যকর হবে, তাই Salemypix.com ওয়েবসাইটের সকল ব্যবহারকারীকে নিয়মিত Salemypix.com এর টার্মস অব সার্ভিস দেখে নেয়ার অনুরোধ থাকবে।

 

১৭. ফটোগ্রাফার প্রোফাইল ফটো এবং কভার ফটো

আপনার ফটোগ্রাফার একাউন্টের প্রোফাইল ফটো এবং কভার ফটো সেকশনে নিম্নবর্ণিত তথ্য (ছবি, টেক্সট, ইমেজ) আপলোড/প্রকাশ করতে পারবেন না-  

ক) যে ছবি আপনার নয়

খ) অশোভন, নগ্নতা, অশ্লীলতা অথবা পর্নোগ্রাফি বিষয়ক

গ) ভুল, মিথ্যা, মানহানিকর, নিন্দাপূর্ন, মানহানিকর, বিভ্রান্তিকর, হুমকি বা হয়রানিমূলক

ঘ) তৃতীয়পক্ষের অধিকার, মেধাসত্ব, প্রচার অথবা গোপনীয়তার সীমালঙ্ঘনমূলক

ঙ) ধর্মীয়-সামাজিক-রাজনৈতিক উস্কানিমূলক

প্রোফাইল ফটো এবং কভার ফটো তথ্য সম্পর্কিত নিয়ম ভঙ্গের কারনে ফটোগ্রাফারের একাউন্ট স্থগিত অথবা বাতিল করা হবে।

 

 

১৮. অভিযোগ এবং যোগাযোগের তথ্য

এই ওয়েবসাইট সম্পর্কে আপনার যে কোন প্রশ্ন, মন্তব্য বা অভিযোগ থাকলে, এই ই-মেইলে যোগাযোগ করুন অথবা ফোন করুন।

 

১৯. প্রযোজ্য আইন

কোন বিতর্ক, শর্তাবলী বা চুক্তির লঙ্ঘন, উদ্ভুত দাবী, প্রতিযোগিতা, মতানৈক্য, পরিসমাপ্তি বা বৈধতা, বিরোধ এর সমাধান করার ক্ষেত্রে বাংলাদেশে প্রচলিত আপোস-মীমাংসা অ্যাক্ট অনুযায়ী মীমাংসা হবে এবং সালিসী আসন ঢাকা, বাংলাদেশ হবে।

 

0.0228
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>