আমারপিক্স.কম নেটওয়ার্কের সদস্যগন বিভিন্ন কার্যাবলী এবং লেনদেনের বিপরীতে এই সাইটে যে ‘কয়েন’ আয় করেন, তা ‘ডিজিটাল কয়েন’ হিসেবে ঘোষনা করা হয়েছে। এটি নেটওয়ার্কের বিশেষ চাহিদার বিপরীতে ঘোষনাকৃত ‘ডিজিটাল কয়েন’ যা শুধুমাত্র AmarPix.com নেটওয়ার্ক/কমিউনিটিতে ব্যবহার করা যায়। এখনো এই ‘ডিজিটাল কয়েনে’র কোনো নাম দেয়া হয়নি, কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই এই কয়েনটির নির্দিষ্ট একটি নাম এবং কয়েনের দৃশ্যমান ডিজাইন ঘোষনা করা সম্ভব হবে।

 


 

‘কয়েন’ তৈরীর উদ্দেশ্য -

যে কোনো অনলাইন নেটওয়ার্ক অংশগ্রহনকৃত সদস্যদের কনটেন্ট এবং সক্রিয়তায় সমৃদ্ধ হয়। সদস্যদের প্রতিটি ক্লিক খুবই গুরুত্বপূর্ন। সদস্য আছে বলেই ফেসবুক আজকে ফেসবুক, গুগল আজকে গুগল। সদস্য নাই, তো পৃথিবীর সেরা নেটওয়ার্কেরও কোনো ভ্যালু নাই। এই বিষয়টি মাথায় রেখে আমারপিক্স.কম নেটওয়ার্ক তার সদস্যদের বিভিন্ন ধরনের কার্যাবলীকে ‘পয়েন্ট’ এবং ‘ডিজিটাল কয়েনে’ রূপান্তরের পরিকল্পনা করেছে। একজন সদস্য দীর্ঘদিন এই নেটওয়ার্ক ব্যবহার করলে তার একাউন্টে সামান্য হলেও কিছু কয়েন আয়ের সম্ভাবনা তৈরী হয়, যা তিনি ্মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকায় রূপান্তর করবেন।

 

নেটওয়ার্কের আভ্যন্তরীন বিভিন্ন প্রয়োজনে কয়েনের ব্যবহার হয়। এখানে বিভিন্ন কারনে কয়েন আয় এবং ব্যয় হয়। আভ্যন্তরীন লেনদেন সিস্টেম থাকায় লেনদেন তাৎক্ষনিক সম্পন্ন করা যায় এবং প্রতিটি লেনদেনের জন্য অন্য পেমেন্ট গেটওয়েকে চার্জ পরিশোধ করতে হয়না।

 


 

‘কয়েন’ শব্দ ব্যবহারের কারন-

‘কয়েন’ শব্দ মনে রাখা সহজ এবং  বিনিময়ের জন্য ক্ষুদ্রতম একক হিসেবে ভেবে নেয়া যায়। তাছাড়া ​শব্দটিতে বানিজ্যিক ভাব রয়েছে।

 


 

কয়েনের বিনিময়/মান-

AmarPix.com নেটওয়ার্কে প্রতিটি কয়েন এর মান বাংলাদেশের সর্বনিম্ন মুদ্রা ১পয়সা হিসেবে নির্ধারন করা হয়েছে। অর্থাৎ  কয়েন’ = ‘১পয়সা’।

 


 

নেটওয়ার্কে কয়েনের ব্যবহার-

 

  • ছবি / ইমেজ ক্রয়-বিক্রয় এবং অর্ডার পোস্ট।

 

  • এই নেটওয়ার্কের ‘কয়েনশপে’ প্রদর্শিত পণ্য ক্রয়।

 

  • এই নেটওয়ার্কের বিভিন্ন অনলাইন ইভেন্টে ‘অংশগ্রহন ফি’ হিসেবে ব্যবহার।

 

  • এই ‘কয়েন’ পুরস্কার হিসেবে ঘোষনা করে প্রাতিষ্ঠানিক পেইজ/গ্রুপ ভিজুয়্যাল আর্ট সম্পর্কিত বিভিন্ন অনলাইন ইভেন্ট আয়োজন।

 

  • আমারপিক্স.কম নেটওয়ার্কে প্রাতিষ্ঠানিক পেইজের বিজ্ঞাপন প্রদানের ফি হিসেবে ব্যবহার।

 

  • প্রাতিষ্ঠানিক পেইজগুলো তাদের সদস্যদের বোনাস হিসেবে ব্যবহার।

 

  • ভিজুয়াল আর্ট মেন্টর সেকশনে অর্ডার ফি পরিশোধ

 

  • ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নামে গ্রুপ, বিভাগ, জেলা এবং থানা কমিউনিটিকে  অনুদান প্রদান।

 

  • মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকায়  ক্যাশ আউট।

 

 

নোট- ভবিষ্যতে এই কয়েনের আরো বহুবিধ ব্যবহারের পরিকল্পনা তৈরী করা যাবে বলে আশা করা যায়।

 


 

কয়েন আয়-

শুধুমাত্র নেটওয়ার্কের সাথে জড়িত পক্ষগণ কয়েন অর্জন এবং তা ব্যবহার করতে পারবেন।

 

  • আমারপিক্স.কম নেটওয়ার্কের ‘নিবন্ধিত সদস্য’ হিসেবে।

 

  • পেইজ, গ্রুপ, স্পটের ‘সদস্য/ফলোয়ার/সহকর্মী’ হিসেবে।

 

  • ‘পেইজ’ এবং ‘গ্রুপ’ বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে।

 


 

সতর্কতা-

 

  • এটি প্রচলিত অথবা নিবন্ধিত কোনো মুদ্রা নয়।

 

  • এটি কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি নয়।

 

  • শুধুমাত্র টাকা ছাড়া অন্য কোনো মুদ্রায় পরিবর্তন করা যায় না।

 

  • এই কয়েন এই নেটওয়ার্কের বাইরে ক্রয় অথবা বিক্রয় করা যায় না।

 

  • এই নেটওয়ার্কের বাইরে এই কয়েন লেনদেন অথবা স্থানান্তর করা যায় না।

 

 

আমারপিক্স.কম নেটওয়ার্কের সদস্য একাউন্টে ৪টি উপায়ে কয়েন জমা হয়। ১। অর্গানিক, ২। ইমেজ বিক্রয়, ৩। দক্ষতা/সেবা বিক্রয়, ৪। ক্যাশ ইন

 

 

১। অর্গানিক কয়েন আয়

 

  • একাউন্ট তৈরীর পর একাউন্টে ‘৫০০ কয়েন’ বোনাস জমা হয়।

 

  • প্রতিটি ছবি/ইমেজ পোস্টের বিপরীতে।

 

  • পোস্টকৃত ছবি/ইমেজ ‘এডিটর পছন্দ” আইকন পেলে।

 

  • ‘সদস্য’ প্রোফাইলে প্রথম ২০টি ছবি/ইমেজ প্রকাশ।

 

  •  ফটো কনটেস্টে প্রদত্ত কনটেন্ট জুরি পছন্দ হলে।

 

  • কয়েন পুরস্কারের ফটো কনটেস্টে বিজয়ী হলে।

 

  • জরুরী তথ্য সেকশনে তথ্য পোস্ট করলে।

 

  • সদস্যের প্রতিটি ‘মাইলস্টোন’ পরিবর্তনে।

 

  • ‘পেইজে’ সদস্য হিসেবে বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে ‘পেইজ’ থেকে কয়েন অর্জন করা যায়। যা পেইজ আয়-ব্যয় সেকশনে বর্ননা করা হয়েছে।

 

  • গ্রুপ, বিভাগ, জেলা, থানা এবং ডিভাইস ক্লাবে মাসিক জনপ্রিয় সহকর্মী হিসেবে (যদি অনুদান থাকে)।

 

  • এছাড়াও আরো বেশ কয়েকটি বিষয়ে অর্গানিক পয়েন্ট যোগ হয়।

 

 

২। ইমেজ বিক্রয়ে কয়েন আয়

  • আর্টজব অর্ডারে ইমেজ বিক্রয়।
  • সরাসরি ইমেজ বিক্রয়।

 

 

৩। সেবা বিক্রয়ে কয়েন আয়

  • মেন্টর এবং জুরি হিসেবে প্রাপ্ত সম্মানী।
  • গ্রুপ, বিভাগ, জেলা এবং থানায় এডমিন হিসেবে প্রাপ্ত সম্মানী।

 

 

৪। ক্যাশ ইন

ইমেজ ক্রয়, ইভেন্টের ফি প্রদান অথবা অনুদান প্রদানের জন্য অতিরিক্ত ‘কয়েন’ প্রয়োজন হলে সদস্যগন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিজের সদস্য একাউন্টে কয়েন লোড করতে পারেন।  

 

 


 

 

সদস্যের কয়েন ব্যয়-

 

  • আপলোডকৃত কনটেন্ট অনুমোদন না পেলে।

 

  • নিজের কোনো পোস্ট ডিলিট করলে।

 

  • একটানা ৩০ দিন সাইটে পোস্ট না করলে।

 

  • মাসে সাইটের অন্তত ৩০টি পোস্টে রিভিউ না দিলে।

 

  • নেটওয়ার্কের ‘কয়েনশপ’ থেকে পন্য ক্রয়।

 

  • গ্রুপ, বিভাগ, জেলা, থানা এবং ডিভাইস ক্লাবে অনুদান প্রদান।

 

  • আর্ট মেন্টর সেকশনে অর্ডার প্রদান।

 

  • সরাসরি ছবি/ইমেজ ক্রয়।

 

  • আর্ট জব সেকশনে ছবি/ইমেজ ক্রয়।

 

  • মোবাইল ব্যাংকিং মাধ্যমে টাকা ক্যাশ আউট।

 

  • শর্তাবলী ভঙ্গের কারনে ‘কয়েন’ পেনাল্টি হয়।

 

 

আমারপিক্স.কম নেটওয়ার্কে তৈরীকৃত প্রতিটি ‘প্রাতিষ্ঠানিক পেইজ’ বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে কয়েন অর্জন এবং ব্যয় করতে পারে। ‘পেইজে’র ড্যাশবোর্ডে লগসহ কয়েন অর্জন এবং ব্যয় রিপোর্ট প্রকাশ করা হয়। নিচের বিষয়গুলোর ভিত্তিতে প্রতিটি ‘পেইজে’র কয়েন অর্জন-ব্যয় নির্ধারিত হয়

 

বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে ‘কয়েন’ অর্জন-

 

  • নেটওয়ার্কে ‘পেইজ’ তৈরীর পর ক্যাটাগরী অনুযায়ী নির্দিষ্ট পরিমান ‘ডিজিটাল কয়েন’ বোনাস হিসেবে পেইজের একাউন্টে যোগ হয়।

 

  • ‘পেইজে’ প্রতিজন সদস্য এবং ফলোয়ার যোগদানের বিপরীতে পেইজের একাউন্টে ‘কয়েন’ যোগ হয়।

 

  • ‘পেইজে’র অধীনে প্রতিটি ‘শাখা পেইজ’ প্রকাশের পর ‘পেইজের একাউন্টে’ ’কয়েন’ যোগ হয়।

 

  • অনলাইন প্রদর্শনী আয়োজন করলে অংশগ্রহন ফি’র ১০% ডিজিটাল কয়েন কমিশন হিসেবে পেইজ একাউন্টে যোগ হয়।

 

 


 

পেইজ সদস্যদের পেনাল্টির মাধ্যমে ‘কয়েন’ অর্জন-

 

  • ‘পেইজে’ সদস্যের প্রকাশিত কোনো পোস্ট বাতিল করা হলে উক্ত সদস্যের একাউন্ট থেকে পেনাল্টি হিসেবে ‘কয়েন’ পেইজ একাউন্টে যোগ হয়।

 

  • যুক্ত হওয়া কোনো সদস্য একটানা ৩০ দিন ‘পেইজে’ কোন পোস্ট না করলে উক্ত সদস্যকে কয়েন পেনাল্টি করে পেইজের একাউন্টে যোগ করা হয়। 

 

  • নীতিমালা ভঙ্গের দায়ে ‘সদস্য’ আবেদন বাতিল করা হলে, উক্ত সদস্য থেকে কয়েন পেনাল্টি করে পেইজের একাউন্টে যোগ করা হয়। 

 

  • পেইজে কোনো সদস্যকে বিশেষ কোনো কারনে ‘ব্লক’ করলে পেনাল্টি আদায় করা হয়।

 

  • ক্যাপশন কনটেস্টে সদস্যের দেয়া ক্যাপশন বাতিল হলে।

 


 

‘কয়েন’ ব্যয়-

 

  • ‘পেইজে’ পোস্টকৃত/প্রকাশিত প্রতিটি কনটেন্টের জন্য ‘পেইজ সদস্যদে’র কয়েন পরিশোধ করা হয়।

 

  • ‘পেইজ’ আয়োজিত অনলাইন ইভেন্টে ‘কয়েন’ পুরস্কার হিসেবে ঘোষনা করা যাবে, যা পেইজের ব্যয় হিসেবে বিবেচিত হবে।

 

  • অনলাইন কনটেস্টে অংশগ্রহনকারীর ছবি/চিত্র/ডিজাইন ‘জুরি’ চয়েজে নির্বাচিত হলে পেইজের পক্ষ থেকে ‘কয়েন’ পরিশোধ করা হয়।

 

  • পেইজ ব্যালেন্সের ২০% ডিজিটাল কয়েন অনলাইন কনটেস্টের পুরস্কার হিসেবে ঘোষনা করা যায়। 

 

  • পেইজ সদস্যগন প্রাপ্ত স্কোরের ভিত্তিতে পেইজে ‘সদস্য মাইলস্টোন’ অতিক্রম করলে বোনাস হিসেবে কয়েন পরিশোধ করা হয়।

 

 

 

পেইজ প্রাপ্ত ‘কয়েন’ পেনাল্টি

 

  • কোনো ‘পেইজে’ একটানা ৩০দিন কোনো পোস্ট প্রকাশ না হলে উক্ত পেইজকে পেনাল্টি করা হয়।

 

  • তৈরীকৃত শাখা পেইজে প্রতি মাসে অন্তত ১টি পোস্ট না থাকলে উক্ত পেইজকে পেনাল্টি করা হয়।

 

  • মাসে কমপক্ষে ১টি অনলাইন ইভেন্ট আয়োজন না করলে ‘পেইজে’র পেনাল্টি হয়।

 

  • পেইজ আয়োজিত/প্রকাশিত কোনো অনলাইন ইভেন্ট শর্তাবলী ভঙ্গের কারনে আমারপিক্স নেটওয়ার্ক থেকে বাতিল করা হলে পেইজকে পেনাল্টি করা হয়।

 

  • অনলাইন কনটেস্টে বিচারক হিসেবে কোনো ব্যক্তিকে ‘জুরি’ হিসেবে আমন্ত্রনের পর তিনি যদি তা গ্রহন না করে বাতিল করেন, তবে আমন্ত্রনকারী পেইজকে পেনাল্টি করা হয়।

 

  • নেটওয়ার্কের সদস্যগন যদি কোনো পেইজকে ১স্টার  রিভিউ দেয়, তবে প্রতিটি রিভিউর বিপরীতে পেইজকে পেনাল্টি করা হয়।

 




 

পেইজে একজন ‘সদস্য’ অথবা ফলোয়ার ‘ডিজিটাল কয়েন’ অর্জন অথবা ব্যয় করা করতে পারেন। নিচের বিষয়গুলো এক্ষেত্রে ভূমিকা রাখে-

 

পেইজে সদস্য হিসেবে ‘কয়েন’ অর্জন-

 

  • পেইজে প্রতিটি পোস্টের বিপরীতে পেইজের পক্ষ থেকে সদস্যকে ‘কয়েন’ পরিশোধ করা হয়।

 

  • পেইজের সদস্য হিসেবে প্রাপ্ত স্কোরের ভিতিত্তে প্রতিটি ‘মাইলস্টোন’ অতিক্রমে সদস্যের একাউন্টে পেইজের পক্ষ থেকে  বোনাস পরিশোধ করা হয়।

 

 

পেইজে সদস্য হিসেবে ‘কয়েন’ ব্যয়-

 

  • সদস্য কোনো পেইজে ছবি আপলোডের পর পেইজ এডমিন তা বাতিল করলে।

 

  • পেইজে প্রকাশিত অথবা কনটেস্টে প্রদত্ত সদস্যের কনটেন্টে কেউ রিপোর্ট প্রদান করলে।

 

  • সদস্য হিসেবে যুক্ত হওয়া কোনো পেইজে একটানা ৩০ দিন কোনো পোস্ট প্রকাশ না করলে পেইজের পক্ষ থেকে সদস্যকে পেনাল্টি করা হয়।

 

  • অনলাইন ইভেন্টে দেয়া পোস্ট বা ক্যাপশন বাতিল হলে অথবা পরপর পেইজের ৫টি ইভেন্টে অংশগ্রহন না করলে উক্ত সদস্যকে পেইজের পক্ষ থেকে পেনাল্টি করা হয়।

 

  • সম্পর্কহীন কেউ কোনো পেইজে সদস্য আবেদন করার পর তা ‘ফ্রড’ ভোট পেয়ে বাতিল হলে আবেদনকারীকে পেনাল্টি করা হয়।

 

  • নিয়ম ভঙ্গ অথবা অন্য কোনো কারনে ‘পেইজে কোনো ব্যক্তির সদস্যপদ বাতিল, অথবা ব্লক করা হলে উক্ত সদস্যকে পেনাল্টি করা হয়।

 

AmarPix.com নেটওয়ার্কে তৈরীকৃত প্রতিটি ‘পেইজে’ সদস্য / ফলোয়ার হিসেবে ‘ডিজিটাল কয়েন’ অর্জন করা যায়। অন্যদিকে যুক্ত হওয়া ‘পেইজে’ একজন সদস্য বা ফলোয়ারের বিভিন্ন কর্মকান্ডের কারনে কয়েন পেনাল্টি হয়, যা সদস্যের একাউন্ট থেকে উক্ত পেইজের একাউন্টে স্থানান্তর করা হয়। নিচের বিষয়গুলো পেইজ ‘ডিজিটাল কয়েন’ অর্জন এবং পেনাল্টি সম্পর্কিত বিষয়ে ভূমিকা রাখে-

 

সদস্য হিসেবে ‘কয়েন’ অর্জন-

 

  • পেইজে প্রতিটি ছবি প্রকাশের জন্য পেইজের পক্ষ থেকে সদস্যকে ‘১ ডিজিটাল কয়েন’ সম্মানী প্রদান করা হয়।

 

  • পেইজ আয়োজিত বিভিন্ন অনলাইন ইভেন্টে অংশগ্রহনের মাধ্যমে ‘ডিজিটাল কয়েন’ পাওয়া যায়।

 

  • পেইজের ’সদস্য’ হিসেবে প্রাপ্ত স্কোরের ভিতিত্তে প্রতিটি ‘মাইলস্টোন’ অতিক্রমে সদস্যের একাউন্টে বোনাস হিসেবে ‘ডিজিটাল কয়েন’ যোগ হয়।

 


 

সদস্য হিসেবে ‘কয়েন’ ব্যয়-

 

  •  পেইজে ছবি আপলোডের পর ‘পেইজ এডমিন’ তা বাতিল করলে।

 

  • পেইজে প্রকাশিত অথবা কনটেস্টে প্রদত্ত ‘সদস্যে’র কনটেন্টে কেউ রিপোর্ট প্রদান করলে।

 

  • সদস্য হিসেবে যুক্ত হওয়া কোনো পেইজে একটানা ৩০ দিন কোনো কনটেন্ট প্রকাশ না করলে সদস্যকে পেনাল্টি করা হয়।

 

  • অনলাইন ইভেন্টে দেয়া পোস্ট বা ক্যাপশন বাতিল হলে অথবা পরপর পেইজের ৫টি ইভেন্টে অংশগ্রহন না করলে উক্ত সদস্যকে পেনাল্টি করা হয়।

 

  • সম্পর্কহীন কেউ কোনো পেইজে সদস্য আবেদন করার পর তা ‘ফ্রড’ ভোট পেয়ে বাতিল হলে আবেদনকারীকে পেনাল্টি করা হয়।

 

  • নিয়ম ভঙ্গ অথবা অন্য কোনো কারনে ‘পেইজে কোনো ব্যক্তির সদস্যপদ বাতিল, অথবা ব্লক করা হলে উক্ত সদস্যকে পেনাল্টি করা হয়।

 

AmarPix.com নেটওয়ার্কের সদস্যদের কয়েন আয়-ব্যয় সম্পর্কিত শর্তাবলী সঠিকভাবে জেনে নেয়া অত্যন্ত জরুরী।

 

  • বিষয়টি পরীক্ষাধীন হিসেবে নেটওয়ার্কে প্রয়োগ করা হচ্ছে। তাই এই সাইটের সদস্য/ব্যবহারকারীগন ‘কয়েন’ সম্পর্কিত লেনদেনে এরর, ভুল অথবা অনাকাঙ্খিত সমস্যার সম্মূখীন হতে পারেন। বিষয়টি কিছুটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। তবে কয়েন সম্পর্কিত বড় ধরনের ক্ষয়-ক্ষতি আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে।

 

  • কয়েন সেকশনে যে কোনো ধরনের হ্যাকিং, তথ্য ম্যানিপুলেশনের চেষ্টা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই ধরনের ঘটনায় সদস্য একাউন্ট চিরস্থায়ীভাবে বন্ধ করা হবে।

 

  • সর্বনিম্ন  ১০,০০০ কয়েন বা ১০০ টাকা ক্যাশ আউট করা যায়। ক্যাশ আউটকালীন ১০% TDS (Tax Deducted at Source) এবং ১০% সার্ভিস চার্জ বাদ দিয়ে পেমেন্ট করা হয়।

 

  • এক একাউন্টের জমাকৃত ‘কয়েন’ অন্য একাউন্টে স্থানান্তর করা যায় না।

 

  • ঘেষিত বিষয়ের বাইরে, অন্য কোনো কাজে এই ‘কয়েন’ ব্যবহার করা যায়না।

 

  • ‘পেইজ’ আয়োজিত ইভেন্টে কয়েনের মাধ্যমে অংশগ্রহনের পূর্বে বিস্তারিতভাবে দেখে নিন। কারন অংশগ্রহন ফি হিসেবে ‘কয়েন’ পরিশোধের পর তা ফেরত পাওয়া যায়না।

 

  • এই নেটওয়ার্কে নিবন্ধিত কোনো সদস্য নিজ উদ্দ্যেগে এবং স্বেচ্ছায় একাউন্ট বন্ধ/ডিএক্টিভেট করলে তার একাউন্টে রক্ষিত/জমাকৃত কয়েনের বিপরীতে আমারপিক্স.কম কোনো অর্থ/বিনিময় প্রদান করেনা। একাউন্ট বন্ধের সাথে সাথে উক্ত ‘একাউন্টে’ রক্ষিত/জমাকৃত সব ‘কয়েন’ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। 

 

  • মাইলস্টোন ১০ এর আগে এই কয়েনের কোনো উত্তরাধিকার নির্ধারন করা যায়না। 

 

  • নিবন্ধিত সদস্য নিজ দায়িত্বে এই নেটওয়ার্কে ‘ডিজিটাল কয়েন’ সম্পর্কিত সমুদয় তথ্য এবং এর ব্যবহার সম্পর্কে জেনে নেয়ার জন্য অঙ্গীকার করছেন।

 

 

যদি কোনো সদস্যের এই ‘ডিজিটাল কয়েন’ অর্জন, ব্যয় এবং এর ব্যবহার সম্পর্কে কোনো আপত্তি, মতামত এবং উপদেশ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। 

 

 

Amarpix.com সাইটের সদস্যবৃন্দ নিজের একাউন্টে জমাকৃত আয় নিজ মোবাইল ব্যাংকিং নম্বরে ‘টাকা’য় ক্যাশ আউট করতে পারবেন। ক্যাশ আউটের পূর্বে আপনার ‘একাউন্ট তথ্য’ সেকশনে মোবাইল ব্যাংকিং নম্বর যুক্ত করুন। ক্যাশ আউট করতে আপনার একাউন্টের [কয়েন রিপোর্ট] ট্যাবের [ক্যাশ আউট] অপশনে ক্লিক করুন।

 

 

 

প্রদর্শিত ফরমে ক্যাশ আউটের পরিমান লিখুন, এবং নতুন করে আপনার পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত হয়ে সাবমিট করুন।

 

 

 

 

ক্যাশ আউট শর্তাবলী-

 

১। প্রতি ১ কয়েন = ১ পয়সা হিসেবে সর্বনিম্ন ১০০ টাকা ক্যাশ আউট করা যায়।


২। ঘোষিত টাকার ১০% TDS এবং ১০% সার্ভিস চার্জ বাদ দিয়ে বাকী টাকা পরিশোধ করা হয়।


৩। প্রদত্ত মোবাইল ব্যাংকিং নম্বরে পরবর্তী ৩দিনের মধ্যে ক্যাশ আউটের টাকা পাঠানো হয়। 


৪। সর্বনিম্ন ১০০ (একশত) টাকা এবং প্রতিদিন সর্বোচ্চ ১বার ক্যাশ আউট করা যায়।


৫। কোনো সদস্য প্রোগ্রামিং স্ক্রিপের মাধ্যমে আয়-ব্যয়, ক্যাশ ইন-ক্যাশ আউট সেকশনে কোনো ধরনের তথ্য ম্যানিপুলেশনের চেষ্টা করলে, কারন দর্শানো ছাড়াই উক্ত একাউন্ট বাতিল ঘোষনা করা হবে।


৬। আপনার ক্যাশ আউট সম্পর্কিত ডাটা উন্মুক্ত তথ্য হিসেবে সাইটে প্রকাশিত হবে।


৭। কোনো ধরনের সমস্যা হলে অনুগ্রহ করে যোগাযোগ করুন https://www.facebook.com/amarpix/


নোট- ‘ক্যাশ আউট’ অপশনটি পরীক্ষামূলকভাবে রিলিজ করা হয়েছে। যে কোনো সমস্যার জন্য অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।

ছবি ক্রয়,  ইভেন্টে অংশগ্রহন, আর্টজব এবং আর্ট মেন্টর সেকশনে অর্ডার, অনুদান প্রদান এবং সাইটের কিছু কিছু সেবা ব্যবহার করতে অতিরিক্ত ‘কয়েনে’র প্রয়োজন হয়। একাউন্টে যথেষ্ঠ পরিমান কয়েন না থাকলে সদস্য বিকাশ এবং নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে  চাহিদানুযায়ী কয়েন লোড করতে পারবেন।।  আপনার প্রদত্ত/লোডকৃত টাকা কয়েনে রূপান্তর হয়ে আপনার একাউন্টে জমা হবে।

 

ক্যাশ ইন করার পদ্ধতি-

আপনি আপনার আমারপিক্স প্রোফাইলে মোবাইল ব্যাংকিংয়ের জন্য যে নম্বর এবং কোম্পানী যুক্ত করেছেন, শুধুমাত্র সেই নম্বর থেকে সদস্য একাউন্টে টাকা লোড করা যায়।  আপনার সদস্য একাউন্টের কয়েন আয়-ব্যয় লগ সেকশনে প্রদর্শিত [ক্যাশ ইন] বাটন ক্লিক করুন।  আমারপিক্স নেটওয়ার্কের 01780-200-900 মোবাইল ব্যাংকিং নম্বরে ১০০ / ২০০ / ৩০০ / ৫০০ / ১,০০০ / ৩,০০০ / ৫,০০০ / ১০,০০০ টাকা পাঠিয়ে/লোড করে ফরমের মাধ্যমে আমাদের অবহিত করুন।  আমারপিক্স এডমিন আপনার প্রদত্ত টাকা প্রাপ্তি সাপেক্ষে আপনার একাউন্টে সমপরিমান কয়েন জমা করবে।

 

শর্তাবলী

১। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাশ ইন করা যাবে।


২। বিষয়টি নিষ্পত্তি হতে ৩-৬ প্রয়োজন হবে।  পরবর্তী ৬ ঘন্টার মধ্যে বিষয়টি নিষ্পত্তি না হলে আমারপিক্স প্রদত্ত নম্বরে অথবা ফেসবুক ফ্যান পেইজে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।


৩। নিজ একাউন্টে জমাকৃত টাকা/কয়েনের বিপরীতে কোনো প্রকার লভ্যাংশ/সুদ প্রদান করা হয়না।


৪। এটি কোনো ধরনের ডিজিটাল ওয়ালেট নয়। আপনি শুধুমাত্র প্রয়োজনে টাকা/কয়েন লোড এবং ব্যয় করুন।


৫। সদস্য একাউন্টের কয়েন শুধুমাত্র আমারপিক্স নেটওয়ার্কে তৈরীকৃত প্রতিষ্ঠান এবং সংগঠনের পেইজে ট্রান্সফার করা যায়।


৬। আপনার একাউন্টে সঞ্চিত/জমাকৃত কয়েন যে কোনো সময় বিকাশ/নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকায় ক্যাশ আউট করতে পারবেন।  ক্যাশ আউটের ক্ষেত্রে  ১০% টিডিএস এবং ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। 


৭। একাউন্টে টাকা লোড বা ক্যাশ ইন বিষয়টি পরীক্ষামূলক। তাই বুঝতে সমস্যা অথবা টেকনিক্যাল সমস্যা হলে অনুগ্রহ করে ইনবক্সে যোগাযোগ করুন।

 

 

 

 

0.0208
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>