কষ্ট তো থাকবেই! তার পরও হাসিমুখে জীবন যাপনই তো সুখ
দু-এক বেলা খেতে না পাড়া মানে ক্ষুধা নয়। পথে বসবাসকারী মানুষ নতুবা ক্ষুধার্ত প্রাণীকে জিজ্ঞেস করে দেইখো, ক্ষুধার যন্ত্রণা আসলে কি! তাদের ঐ উত্তর শোনার পর হয়তো, তুমি দু-এক দিনের অনাহারী থাকলেও তোমার ঐ ক্ষুধা কেটে যাবে।
~যে মানুষ প্রকৃতিকে ভালোবাসে, ~সে মানুষ-ই প্রকৃতির সৌন্দর্যের বুকে আঁচড় কাটে। পার্থক্যঃ কেউ মানুষ, কেউবা এই স্নিগ্ধতায় ভরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষ। ~