মাসিক আয়ের ‘২০% কয়েন’ গ্রুপের নির্বাচিত এডমিন প্যানেলের সদস্যদের ‘মাসিক সম্মানী’ হিসেবে বরাদ্ধ থাকে। এই ‘সম্মানী’ মাস শেষে এডমিন সদস্যদের একাউন্টে পরিশোধ করা হয়। বর্তমানে এই গ্রুপে নির্বাচিত কোনো কমিটি না থাকায় এই ২০% সম্মানী গ্রুপের ‘সঞ্চয় একাউন্টে’ জমা করা হয়।