গ্রুপ 21

29 গ্রুপ - 202 সহকর্মী - 57 জেলা - 164 থানা

০৫. ভিজুয়াল আর্ট অনুদান

যে কোনো অনুদান শিল্পীকে উৎসাহ দেয়। শিল্পী যথাযথ উৎসাহ পেলে শিল্পের সমৃদ্ধি ঘটে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে, ১৮ কোটি মানুষের বাংলাদেশে ফটোগ্রাফার, ডিজাইনার, চিত্রকরদের প্রেরনা যোগানোর মতো আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানের সংখ্যা খুবই নগন্য। আবার কেউ কেউ হয়তো শিল্পীদের উৎসাহ দিতে আগ্রহী; কিন্তু সরাসরি যোগাযোগ, স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার অভাবে অনুদানের ইচ্ছে হারিয়ে ফেলেন। অনুদান প্রদানের ক্ষেত্রে ২টি বিষয় গুরুত্বপূর্ন-

 

ক. অনুদানের উদ্দেশ্য

অনুদান দাতাগন শিল্পের প্রতি ভালোবাসা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে শিল্পীদের প্রেরনা যোগাতে অনুদান ঘোষনা করে থাকেন।  অনুদানদাতার চাহিদা মোতাবেক প্রদত্ত অনুদান যথাযথ ব্যবহার হলে তারা আত্মতৃপ্তি পান এবং তাদের উদ্দেশ্য সফল হয়।

 

  • আমারপিক্স.কম অনুদান সিস্টেম সহজ, স্বচ্ছ, স্বয়ংক্রিয় এবং দৃশ্যমান। দাতা নিজের পছন্দমতো অনুদানের ক্ষেত্র বাঁছাই করতে পারেন এবং মাস শেষে রিপোর্ট দেখে প্রদত্ত অনুদানের ব্যবহার সম্পর্কে নিশ্চিত হতে পারেন।

 

 

খ. বন্টন প্রক্রিয়া

পৃথিবীতে বন্টন প্রক্রিয়া জটিল একটি বিষয়। ক্ষেত্রবিশেষে দায়িত্বপ্রাপ্তদের অদক্ষতা, অযোগ্যতা এবং স্বার্থের কারনে ঘোষিত অনুদান সঠিক হাতে পৌছেনা। তাছাড়া অনুদান পাওয়ার যোগ্য ব্যক্তিদের খুঁজে পেতে পরিশ্রম করতে হয় এবং তাদের হাতে তাদের প্রাপ্য পৌছাতে জটিল প্রক্রিয়া অনুসরন করতে হয়।

 

  • আমারপিক্স.কম নেটওয়ার্কে ‘অনুদান’ বন্টনের দায়িত্ব মানুষের হাতে থাকেনা। নেটওয়ার্কের ‘AI সিস্টেম’ নির্ধারিত সময়ে, নির্দিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করে, প্রাপ্য অনুদান তাদের একাউন্টে স্থানান্তর করে।
  • কারা অনুদান পেয়েছে, কেনো পেয়েছে, কোথায় পেয়েছে এবং কি পরিমান পেয়েছে; তা রিপোর্ট আকারে প্রকাশ করা হয়।
  • দাতা প্রয়োজনে অনুদানপ্রাপ্তদের পরিচয় পরীক্ষা করে স্বচ্ছতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন।
  • প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়, ফলে এখানে কেউ ১পয়সাও প্রাপ্য হলে তা পরিশোধ করা সম্ভব হয়।

 

০৬. আমারপিক্স শিল্পানুদান সিস্টেম

শিল্পী এবং শিল্পের জন্য প্রদত্ত অনুদানকে ‘শিল্পানুদান’ হিসেবে উল্ল্যেখ করা হয়েছে। আমারপিক্স.কম বাংলাদেশী শিল্পী এবং অনুদানদাতা; উভয়ের জন্য স্বচ্ছ, স্বয়ংক্রিয় এবং বিশ্বাসযোগ্য একটি অনলাইন ভিত্তিক ‘অনুদান সিস্টেম’ উন্নয়নের চেষ্টা করছে। ৩টি উদ্দেশ্যকে সামনে রেখে এই অনুদান সিস্টেম  তৈরী করা হচ্ছে-

 

(১) ফটোগ্রাফার-ডিজাইনারদের সহযোগিতা।

 

(২) ভিজুয়াল আর্ট বিষয়ক ‘সংগঠকদের’ সহযোগিতা।

 

(৩) ভিজুয়াল আর্ট বিষয়ক ‘সংগঠনকে’ সহযোগিতা। 

 

এখানে ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নামে সর্বনিম্ন ১০টাকা অনুদান ঘোষনা করা যায় এবং ৩ মিনিটেরও কম সময়ে বিষয়টি সম্পন্ন করা যায়। বর্তমানে ৩টি ক্ষেত্রে অনুদান প্রদান করা যায়-   

 

 

ক) নির্দিষ্ট বিষয়ের গ্রুপে-

অনুদানদাতা পছন্দ অনুযায়ী বিষয় ভিত্তিক গ্রুপগুলোতে অনুদান দিতে পারেন, যেমন- প্রকৃতি, জলবায়ু, পাখি, শিশু, মানুষ, জীবনধারা, অবকাঠামো; ইত্যাদি। গ্রুপে প্রাপ্ত অনুদান গ্রুপের জনপ্রিয় শিল্পী, পরিচালনা কমিটি এবং সংগঠনের মাঝে বন্টন করা হয়। যেমন- ‘পাখি’ গ্রুপে অনুদান দিলে ‘পাখি’ বিষয়ে যারা ফটোগ্রাফি করেন, মাস শেষে তাদের মাঝে ঘোষিত অনুদান বন্টন হবে।

 

খ) নির্দিষ্ট এরিয়া ক্লাবে-

অনুদানদাতা নির্দিষ্ট একটি এরিয়া বা স্পটে  অনুদান দিতে পারেন। বাংলাদেশের ৮ বিভাগ, ৬৪ জেলা এবং ৬৫০ থানা’র প্রতিটিতে স্বতন্ত্রভাবে অনুদান দেয়া যায়। মাস শেষে ঘোষিত অনুদান বন্টন হয়।

 

গ) নির্দিষ্ট ডিভাইসের ক্লাবে-

অনুদানদাতা নির্দিষ্ট ব্র্যান্ড ভিত্তিক ডিভাইস ক্লাবে অনুদান দিতে পারেন।  ঘোষিত অনুদান মাস শেষে উক্ত ডিভাইস ক্লাবের জনপ্রিয় ফটোগ্রাফার, পরিচালনা কমিটি এবং সংগঠনের মাঝে বন্টন করা হয়। 

 


 

প্রাপ্ত শিল্পানুদান বন্টন প্রক্রিয়া-

প্রাপ্ত ‘শিল্পানুদান’ প্রতিমাসের শেষে আভ্যন্তরীন ৩টি ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে বন্টন করা হয়-

 

  • ৭০% অনুদান বিষয় গ্রুপ, এরিয়া এবং ডিভাইস ভিত্তিক সংগঠনের ‘মাসিক জনপ্রিয় ২০জন সহকর্মী’র মাঝে অবস্থান/ক্রম অনুযায়ী বন্টন করা হয়। এখানে ১ম ব্যক্তি সর্বোচ্চ  এবং ২০তম ব্যক্তি সর্বনিম্ন হারে অনুদান পায়।

  • ২০% অনুদান সংগঠনের কমিটি সদস্যদেরকে দায়িত্বপালনের বিপরীতে, মাসিক সম্মানী হিসেবে পরিশোধ করা হয়। কমিটি না থাকলে, এই বরাদ্দকৃত ২০% উক্ত সংগঠনের সঞ্চয় তহবিলে জমা হয়। ভবিষ্যতে কমিটি/এডমিন প্যানেল নির্বাচিত হলে তারা এই সঞ্চয় ব্যবহার করতে পারেন।
  • ১০% অনুদান সংগঠনের ‘সঞ্চয় তহবিলে’ স্থানান্তর করা হয়। সংগঠনের নির্বাচিত কমিটি বা এডমিন প্যানেল এই ‘সঞ্চয় তহবিল’ ব্যবহার করে ইভেন্ট আয়োজন এবং সাংগঠনিক প্রয়োজনে ক্যাশ টাকায় রূপান্তর করতে পারেন।

 

 

প্রাপ্ত কয়েন দিয়ে যা করা যায়-

- ছবি-চিত্র ক্রয়-বিক্রয়

- ‘কয়েনশপে’ পণ্য ক্রয়

- প্রদর্শনীতে ‘অংশগ্রহন ফি’

- কনটেস্টে পুরস্কার ঘোষনা

- আর্ট মেন্টর সেকশনে অর্ডার

- ক্যামবাজার বিজ্ঞাপন ফি প্রদান

- সদস্যদের ব্যক্তিগত উপহার প্রদান

- পেইজে ব্যালেন্স ট্রান্সফার

- বিকাশ-নগদের মাধ্যমে টাকায় ক্যাশ আউট

 


 

অনুদান প্রাপ্তির সম্ভাব্য ক্ষেত্র-

 

 

  • মানসম্মত কনটেন্ট পোস্ট করা হলে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নিকট থেকে অনুদান প্রাপ্তির সম্ভাবনা তৈরী হয়।

  • বিষয় গ্রুপে এবং এরিয়া ক্লাবে ১ হাজার সহকর্মী যুক্তের পর স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো থেকে অনুদান প্রাপ্তির চেষ্টা করা হবে।

  • বিষয় গ্রুপে ৩ হাজার সহকর্মী যুক্ত হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে। যেমন- কৃষি গ্রুপের জন্য কৃষি মন্ত্রনালয়, শিক্ষা গ্রুপের জন্য শিক্ষা মন্ত্রনালয়ে যোগাযোগ করা হবে। 
  • ডিভাইস ক্লাবে ৫ হাজার সদস্য যুক্ত হওয়ার পর ডিভাইস বা গ্যাজেট কোম্পানীগুলোর সাথে অনুদানের জন্য যোগাযোগ করা হবে। 
  • এছাড়াও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সংগঠন, বিদেশী প্রতিষ্ঠান থেকে অনুদানপ্রাপ্তির চেষ্টা অব্যাহত থাকবে।

 

০৭. অনুদান ঘোষনা এবং শর্তাবলী

ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নামে অনুদান ঘোষনা করা যায়। ২টি উপায়ে অনুদানকারী অনুদান ঘোষনা করতে পারেন-

 

ক) একাউন্ট কয়েন থেকে

আমারপিক্স.কম নেটওয়ার্কে সকল সদস্য এবং তাদের তৈরীকৃত পেইজের নিজস্ব একাউন্ট সিস্টেম রয়েছে। উক্ত একাউন্টের ‘কয়েন’ থেকে ঘোষিত অনুদান পরিশোধ করা যায়। একাউন্টে সমপরিমান কয়েন না থাকলে ‘কয়েন’ লোড করে নেয়া যায়।

 

খ) ক্যাশ টাকার মাধ্যমে

এর মাধ্যমে নেটওয়ার্কে একাউন্ট তৈরী ছাড়াই অনুদান দেয়া যায়। এখানে দাতার প্রদত্ত ফোন নম্বর এবং নাম তার পরিচয় হিসেবে বিবেচিত হবে। দাতা নাম প্রকাশে অনিচ্ছুক হলে, পরিচয় গোপন রাখতে পারবেন।

 

 

কিভাবে অনুদান দিবেন?

 

  • যে গ্রুপ, বিভাগ, জেলা, থানায় অথবা ডিভাইস ক্লাবের সদস্যদের অনুদান দিতে চান, তার প্রোফাইল ব্যানারে প্রদর্শিত [অনুদান] বাটন ক্লিক করুন।
  • দাতা নির্বাচন করুন। এখানে নিজের অথবা প্রতিষ্ঠানের নামে অনুদান ঘোষনা করা যায়।
  •  প্রতিমাসে কত অনুদান দিবেন এবং কয় মাস দিবেন, তা নির্বাচন করুন। পাশে টাকায় এর পরিমান প্রদর্শিত হবে।
  • অনুদান ঘোষনার সাথে সাথে দাতা এবং গ্রহীতার প্রোফাইলে অনুদান সম্পর্কিত তথ্য প্রকাশ হয়।

 

 

 

প্রতিটি নির্দিষ্ট গ্রুপ, বিভাগ, জেলা, থানা এবং ডিভাইস ক্লাবের ব্যানারে সর্বোচ্চ অনুদানদাতার নাম প্রকাশ করা হয়। নির্দিষ্ট অংকের অনুদান ঘোষনার পর উক্ত গ্রুপ/এরিয়ার অনুদানদাতাদের নামের পাশে ক্যাটাগরী ব্যাজ যুক্ত হবে। প্রদত্ত অনুদানের পরিমান অনুযায়ী দাতাদের ৬টি ক্যাটাগরীতে ভাগ করা হয়।

 

১। স্টার্টার        -  ১ হাজার ডিজিটাল কয়েন

২। ব্রোঞ্জ          - ১০ হাজার ডিজিটাল কয়েন

৩। সিলভার     -    ১ লাখ ডিজিটাল কয়েন

৪। গোল্ড         -  ১০ লাখ ডিজিটাল কয়েন

৫। প্লাটিনাম     - ৫০ লাখ ডিজিটাল কয়েন

৬। ডায়মন্ড     -   ১ কোটি ডিজিটাল কয়েন

 

 

অনুদান শর্তাবলী

 

  • সর্বনিম্ন ১০টাকা অনুদান ঘোষনা করা যায়।
  • আমারপিক্স.কম অনুদান সিস্টেমে ১টাকা = ১০০ ডিজিটাল কয়েন হিসেবে রূপান্তরিত হয়।
  • প্রদত্ত অনুদান পরের মাসে জনপ্রিয় সহকর্মীদের মাঝে বন্টন করা হয়।
  • অনুদানদাতা কোন বিষয়ে, কতো অনুদান দিয়েছেন; এবং অনুদানপ্রাপ্ত ব্যক্তি/গ্রুপ/স্পট কার নিকট থেকে, কত অনুদান পেয়েছে; তা রিপোর্ট আকারে প্রকাশ করা হয়।

  • প্রদত্ত অনুদান কর, ভ্যাট এবং সার্ভিস চার্জ মুক্ত। কিন্তু অনুদান গ্রহীতা প্রাপ্ত অনুদান ‘টাকা’য় ক্যাশ আউটের সময় TDS (TAX DEDUCTED AT SOURCE)  প্রযোজ্য হবে।

  • নির্দিষ্ট শর্তাবলী এবং নীতিমালার আওতায় এই অনুদান সিস্টেম পরিচালিত হয়।
  • আমারপিক্স.কম দেশীয় শিল্পীদের সুবিধার্থে কাল্পনিক একটি ধারনাকে বাস্তবায়নের চেষ্টা করছে। তাই অনুদানদাতা এবং গ্রহীতার দায়িত্ব হবে এই সিস্টেমের বন্টন প্রক্রিয়ার ভুলত্রুটি, গড়মিলগুলো খুঁজে বের করা।

 

0.0359
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>