প্রতিটি গ্রুপে নির্দিষ্ট বিষয়ে পোস্ট করা যায়। কোনো গ্রুপে শুধুমাত্র আলোকচিত্র, কোনো গ্রুপে শুধুমাত্র ডিজিটাল পেইন্টিং অথবা গ্রাফিক ডিজাইন। আবার কোনো গ্রুপে সবই পোস্ট যায়। যে গ্রুপে পোস্ট করতে আগ্রহী, তার [আপলোড] বাটনে ক্লিক করুন। গ্রুপে দুইভাবে পোস্ট করা যায়-
ক। গ্যালারী থেকে শেয়ার
আপনার একাউন্টে আপলোডকৃত পোস্ট থেকে ছবি/ইমেজ নির্বাচন করুন। গ্রুপে যে ধরনের কনটেন্ট টাইপ দেয়া থাকবে, শুধুমাত্র সেগুলোই শেয়ার/গ্যালারী অপশনে দেখতে পাবেন। অর্থাৎ যদি উক্ত গ্রুপে শুধু আলোকচিত্র দেয়া যায়, তাহলে গ্যালারীতে আপনি শুধুমাত্র আপনার পোস্টকৃত আলোকচিত্রগুলো পাবেন। বিষয়ের সাথে মিল রেখে ক্যাটাগরী এবং ট্যাগ নির্বাচন করুন এবং পোস্ট করুন। কোনো গ্রুপে একটি ইমেজ একবার পোস্ট করার পর তা স্বয়ংক্রিয়ভাবে গ্যালারী থেকে হাইড হযে যায়। অর্থাৎ পরবর্তীতে এই গ্রুপে পোস্টকালীন উক্ত পোস্টকৃত ইমেজটি আর শো করেনা।
খ। নতুন আপলোড (প্রক্রিয়াধীন)
গ্যালারী থেকে শেয়ার না করে নতুন পোস্ট করতে চাইলে আপলোড বাটন ক্লিক করে আপনার কনটেন্ট নির্বাচন করুন। কনটেন্টের ধরন, কপিরাইট, ক্যাটাগরী এবং ট্যাগ নির্বাচন করে সাবমিট করুন। নতুনভাবে আপলোডকৃত ছবি/ইমেজ আপনার মূল প্রোফাইলেও শো হবে।
গ্রুপের পোস্ট এপ্রুভাল সিস্টেমে [অটো এপ্রুভাল] অপশন চালু থাকলে সাবমিটকৃত পোস্ট সরাসরি গ্রুপে প্রকাশ হয়। [এডমিন এপ্রুভাল] চালু করা থাকলে, গ্রুপ এডমিন অনুমোদনের পর তা প্রকাশ পায়। গ্রুপে কনটেন্ট পোস্টের ক্ষেত্রে নিচের ভিডিওটি আপনাকে সাহায্য করতে পারে। [কনটেন্ট পোস্ট ভিডিও]
গ্রুপে ছবি/ইমেজ পোস্ট শর্তাবলী