০৩. গ্রুপে পোস্টের নিয়ম

প্রতিটি গ্রুপে নির্দিষ্ট বিষয়ে পোস্ট করা যায়। কোনো গ্রুপে শুধুমাত্র আলোকচিত্র, কোনো গ্রুপে শুধুমাত্র ডিজিটাল পেইন্টিং অথবা গ্রাফিক ডিজাইন। আবার কোনো গ্রুপে সবই পোস্ট যায়। যে গ্রুপে পোস্ট করতে আগ্রহী, তার [আপলোড] বাটনে ক্লিক করুন। গ্রুপে দুইভাবে পোস্ট করা যায়-

 

 

 

 

ক। গ্যালারী থেকে শেয়ার

আপনার একাউন্টে আপলোডকৃত পোস্ট থেকে ছবি/ইমেজ নির্বাচন করুন। গ্রুপে যে ধরনের কনটেন্ট টাইপ দেয়া থাকবে, শুধুমাত্র সেগুলোই শেয়ার/গ্যালারী অপশনে দেখতে পাবেন। অর্থাৎ যদি উক্ত গ্রুপে শুধু আলোকচিত্র দেয়া যায়, তাহলে গ্যালারীতে আপনি শুধুমাত্র আপনার পোস্টকৃত আলোকচিত্রগুলো পাবেন। বিষয়ের সাথে মিল রেখে ক্যাটাগরী এবং ট্যাগ নির্বাচন করুন এবং পোস্ট করুন। কোনো গ্রুপে একটি ইমেজ একবার পোস্ট করার পর তা স্বয়ংক্রিয়ভাবে গ্যালারী থেকে হাইড হযে যায়। অর্থাৎ পরবর্তীতে এই গ্রুপে পোস্টকালীন উক্ত পোস্টকৃত ইমেজটি আর শো করেনা।

 

খ। নতুন আপলোড (প্রক্রিয়াধীন)

গ্যালারী থেকে শেয়ার না করে নতুন পোস্ট করতে চাইলে আপলোড বাটন ক্লিক করে আপনার কনটেন্ট নির্বাচন করুন। কনটেন্টের ধরন, কপিরাইট, ক্যাটাগরী এবং ট্যাগ নির্বাচন করে সাবমিট করুন। নতুনভাবে আপলোডকৃত  ছবি/ইমেজ আপনার মূল প্রোফাইলেও শো হবে।

 

গ্রুপের পোস্ট এপ্রুভাল সিস্টেমে [অটো এপ্রুভাল] অপশন চালু থাকলে সাবমিটকৃত পোস্ট সরাসরি গ্রুপে প্রকাশ হয়। [এডমিন এপ্রুভাল] চালু করা থাকলে, গ্রুপ এডমিন অনুমোদনের পর তা প্রকাশ পায়। গ্রুপে কনটেন্ট পোস্টের ক্ষেত্রে নিচের ভিডিওটি আপনাকে সাহায্য করতে পারে। [কনটেন্ট পোস্ট ভিডিও]

 



 

গ্রুপে ছবি/ইমেজ পোস্ট শর্তাবলী

 

  • কনটেন্টের মান অবশ্যই মানসম্মত হতে হবে। গ্রুপে ঘোষিত/প্রদর্শিত ক্যাটাগরী এবং ট্যাগের বাইরে অথবা মানহীন কনটেন্ট গ্রুপে গ্রহন করা হয়না।
  • একই কনটেন্ট একটি গ্রুপে সর্বোচ্চ একবার শেয়ারের মাধ্যমে পোষ্ট করা যায়।
  • পোস্টে সম্পর্কহীন ক্যাটাগরী এবং ট্যাগ যুক্ত করলে পোস্ট বাতিল করা হবে।
  • পোস্টকৃত কনটেন্ট এর ক্যাটাগরী এবং ট্যাগ পরবর্তীতে এডিট করা যায়না।
  • বিক্রয়, সংরক্ষিত এবং CC0; এই ৩টি কপিরাইটে গ্রুপে পোস্ট করা যায়।
  • নেটওয়ার্ক এডমিন অথবা গ্রুপ এডমিন, কারন দর্শানো ব্যতিরেকে গ্রুপে পোস্টকৃত/প্রকাশিত যে কোনো কনটেন্ট স্থগিত, বাতিল এবং ডিলিট করার অধিকার সংরক্ষন করেন।
  • গ্রুপ সহকর্মীর প্রাইভেসী পলিসি, নেটওয়ার্কে সদস্যদের জন্য ঘোষিত প্রাইভেসী পলিসি অনুসারে পরিচালিত হবে।
  • গ্রুপে প্রকাশিত সমস্ত তথ্য (কনটেন্ট এবং আয়-ব্যয় হিসাব) পাবলিক তথ্য হিসেবে উন্মুক্তভাবে প্রকাশ করা হবে।
  • গ্রুপে কনটেন্ট অনুমোদন নীতিমালা, আমারপিক্স.কম নেটওয়ার্কের নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে। https://bit.ly/2EOnc2l

 

0.0182
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>