ফেসবুকে ৫মিনিটেরও কম সময়ে ফটোগ্রাফি, আর্ট অথবা ডিজাইন বিষয়ে গ্রুপ তৈরী করা যায়। এখানে ইচ্ছে হলেই গ্রুপ খোলা যায়। ফলাফল, এক ‘পাখি’ বিষয়ে অসংখ্য গ্রুপ।
একই বিষয়ে অসংখ্য গ্রুপ থাকায়, একব্যক্তি একাধিক গ্রুপে জয়েন করেন। প্রতিদিন ৪-৫টি গ্রুপে পোস্ট দেয়ার পর, বাকি গ্রুপগুলোতে পোস্ট করার আগেই তিনি ক্লান্ত হয়ে পড়েন। হাজার সদস্যের গ্রুপে, পোস্ট দিলে ২০-৩০টার বেশি রিঅ্যাকশন পাওয়া যায়না। পোস্টকারী যথাযথ রিঅ্যাকশন, মতামত না পেয়ে ধীরে ধীরে গ্রুপের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। সদস্যদের উদ্বীপ্ত এবং ধরে রাখতে সক্ষম গ্রুপের সংখ্যা খুবই কম। এতো পরিশ্রমের পরেও গ্রুপগুলোতে যে সুবিধাগুলো পাওয়া যায়না-
আমারপিক্স.কম গ্রুপ
উপরের বিষয়গুলো মাথায় রেখে আমারপিক্স.কম বাংলাদেশী প্রেক্ষাপটে ভিন্ন পদ্ধতির ‘গ্রুপ’ তৈরীর পরিকল্পনা করেছে। ফেসবুক গ্রুপের মতো এই ‘গ্রুপ’ তৈরী করা যায়না। এখানে নির্দিষ্ট বিষয়ে ‘গ্রুপ’ তৈরী করা থাকে এবং যে কেউ বিষয় ভিত্তিক পোস্টের মাধ্যমে গ্রুপগুলোতে অংশগ্রহন করতে পারেন।
গ্রুপের দক্ষ সদস্যদের মধ্য থেকে, অনলাইন ভোটে প্রতিবছর ‘এডমিন প্যানেল’ নির্বাচন করা যায়। এডমিনবৃন্দ গ্রুপের নামে ইভেন্ট আয়োজন, অনুদান, বিজ্ঞাপন এবং প্রকাশিত কনটেন্ট নিয়ন্ত্রন করতে পারেন। ৩ ক্যাটাগরীর গ্রুপ’ নিয়ে কাজ চলছে-
ক। ইমেজ গ্রুপ (পরীক্ষাধীন)
সুনির্দিষ্ট কিওয়ার্ড/বিষয়ে তৈরীকৃত গ্রুপগুলোতে আলোকচিত্র এবং ডিজাইন পোস্ট করা যায়। যেমন- কোডিভ ১৯, প্রকৃতি ও জলবায়ু, পাখি, বন্য জীবন, শিশু, পোট্রেট, সম্পর্ক, খাবার, ধর্মীয় বিশ্বাস, উৎসব, স্বাস্থ্য, শিক্ষা, খেলা, টুরিজম, পেশা, বানিজ্য, যানবাহন, অবকাঠামো, জনপ্রিয় ব্যক্তিত্ব, ব্রান্ডিং, পুরোনো ছবিসহ; এমন অসংখ্য গ্রুপ তৈরী হবে।
খ। রাইটার গ্রুপ (পরিকল্পনাধীন)
এই গ্রুপে লেখকবৃন্দ ভিজুয়াল আর্ট বিষয়ে দেশী-বিদেশী খবর, ফিচার, টেকনিক্যাল রিভিউসহ; নানা বিষয়ে পোস্ট করতে পারবেন।
গ। শিক্ষা গ্রুপ (পরিকল্পনাধীন)
ভিজুয়্যাল আর্ট বিষয়ে অন্যকে শেখাতে আগ্রহী ব্যক্তিগন এই ‘গ্রুপ’গুলোতে আর্টিকেল, পরামর্শ, টিউটোরিয়াল এবং ভিডিও পোস্ট করতে পারবেন। এখানে নিজের তৈরী ইউটিউব ভিডিও প্রমোট করা যাবে।
প্রতিটি গ্রুপে গ্রুপ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেয়া থাকে। বর্তমানে পরীক্ষামূলকভাবে শুধু ইমেজ গ্রুপের কার্যক্রম চালু হয়েছে। গ্রুপ সদস্যদের অভিযোগ এবং পরামর্শের ভিত্তিতে টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করে পরবর্তী ক্যাটাগরীর গ্রুপগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
‘গ্রুপ’ সদস্যদের আপলোডকৃত কনটেন্ট দিয়ে গ্রুপগুলো সমৃদ্ধ হয়। আমারপিক্স.কম নেটওয়ার্কে গ্রুপ সদস্যদের জন্য বৃহত্তর একটি পরিকল্পনা রয়েছে। তাই গ্রুপ সদস্যদের বিশেষভাবে পরিচিত করতে ‘সহকর্মী’ শব্দ ব্যবহার করা হয়েছে। ‘গ্রুপে’ পোস্ট করার পর, পোস্টকারীর নামে একটি স্বতন্ত্র [সহকর্মী প্রোফাইল] তৈরী হয়। উক্ত গ্রুপে তার সক্রিয়তার রিপোর্ট এই প্রোফাইলে প্রদর্শিত হয়। নিচের ইমেজে গ্রুপ সহকর্মী প্রোফাইল সম্পর্কে ধারনা দেয়া হলো-
সহকর্মী পয়েন্ট
প্রতিটি গ্রুপে একজন ‘সদস্য’ যে পয়েন্ট অর্জন করেন, তাই ‘সহকর্মী পয়েন্ট’। এই পয়েন্ট গ্রুপে, বিভাগে, জেলায়, থানায় জনপ্রিয় হতে এবং অনুদান পেতে মূখ্য ভূমিকা পালন করে। একই সাথে এই সহকর্মী পয়েন্ট গ্রুপে, বিভাগে, জেলা এবং থানা ভিত্তিক সংগঠনের নির্বাচনে অংশগ্রহনের ক্ষেত্রে দরকার পরে। গ্রুপে প্রাপ্ত পয়েন্ট ‘সদস্য স্কোরের’ সাথেও যোগ হয়। বর্তমানে যেসব বিষয়ে গ্রুপে একজন সহকর্মীর পয়েন্ট যোগ হয়-
প্রাপ্ত ‘সহকর্মী পয়েন্টে’র ভিত্তিতে একজন ‘গ্রুপ সহকর্মী’ যে সুবিধাগুলো পেতে পারেন-
ক) ‘গ্রুপ সহকর্মী’ মাসিক অনুদান
কোনো ‘গ্রুপে’ ১০০জন ‘সহকর্মী’ যুক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে [শিল্পানুদান] সিস্টেম চালু হয়। মাস শেষে প্রাপ্ত অনুদানের ৭০% ‘গ্রুপে’র জনপ্রিয় সহকর্মীদের মাঝে অবস্থান অনুযায়ী ক্রমহারে ভাগ করা হয়। এই বিষয়ে আরো দেখুন [০৬. শিল্পানুদান]
খ) ‘গ্রুপ এডমিন’ মাসিক সম্মানী
প্রতিটি ‘গ্রুপ’ স্বতন্ত্রভাবে পরিচালনার জন্য নির্বাচনের মাধ্যমে ‘এডমিন প্যানেল’ গঠিত হয়। গ্রুপ আয়ের ২০% এডমিন সদস্যদের মাঝে ‘মাসিক সম্মানী’ হিসেবে পরিশোধ করা হয়। এই বিষয়ে আরো দেখুন [০৬. শিল্পানুদান]
গ. ‘এরিয়া সহকর্মী’ মাসিক অনুদান
প্রতিটি বিভাগ, জেলা এবং থানাকে এক একটি ‘স্পট’ বা ‘এরিয়া’ হিসেবে বিবেচনা করা হয়েছে। কোনো বিভাগ, জেলা অথবা থানায় ১০০জন ‘সহকর্মী’ হিসেবে যুক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে [শিল্পানুদান] সিস্টেম চালু হয়। নির্দিষ্ট কোনো বিভাগ/জেলা/থানা’র নামে অনুদান ঘোষনা হলে, মাস শেষে শুধুমাত্র উক্ত বিভাগ/জেলা/থানা’র ‘মাসিক সেরা’ সহকর্মীদের মাঝে প্রাপ্ত অনুদানের ৭০% ভাগ হয়। এই বিষয়ে আরো দেখুন [০৬. শিল্পানুদান]
ঘ. ‘এরিয়া এডমিন’ মাসিক সম্মানী
‘গ্রুপ সহকর্মীরা’ অনলাইন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে নিজ বিভাগ, জেলা এবং থানা ভিত্তিক সংগঠন নিয়ন্ত্রন এবং পরিচালনা করতে পারেন। এরিয়ায় প্রাপ্ত অনুদানের ২০% এই এডমিন সদস্যদের মাঝে ‘মাসিক সম্মানী’ হিসেবে পরিশোধ করা হয়। এই বিষয়ে আরো দেখুন [০৬. শিল্পানুদান]
ঙ. ফাউন্ডার এডমিন সম্মানী
প্রতিটি গ্রুপ/এরিয়ায় নির্বাচিত ‘প্রথম কমিটি’র সদস্যবৃন্দ পুরো মেয়াদ শেষ করলে, স্বয়ংক্রিয়ভাবে [ফাউন্ডার এডমিন] হিসেবে বিবেচিত হবেন। এই সহকর্মীরা নেটওয়ার্কের প্রথম ভিত্তি, তাই আমারপিক্স.কম তাদের প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রদর্শনে অঙ্গীকারাবদ্ধ। প্রতিটি গ্রুপ/বিভাগ/জেলা/থানা’র প্রতি মাসের আয়ের ১% এই [ফাউন্ডারদের] জন্য বরাদ্ধ থাকবে, যা তারা আজীবন পেতে থাকবেন।
প্রতিটি গ্রুপে নির্দিষ্ট বিষয়ে পোস্ট করা যায়। কোনো গ্রুপে শুধুমাত্র আলোকচিত্র, কোনো গ্রুপে শুধুমাত্র ডিজিটাল পেইন্টিং অথবা গ্রাফিক ডিজাইন। আবার কোনো গ্রুপে সবই পোস্ট যায়। যে গ্রুপে পোস্ট করতে আগ্রহী, তার [আপলোড] বাটনে ক্লিক করুন। গ্রুপে দুইভাবে পোস্ট করা যায়-
ক। গ্যালারী থেকে শেয়ার
আপনার একাউন্টে আপলোডকৃত পোস্ট থেকে ছবি/ইমেজ নির্বাচন করুন। গ্রুপে যে ধরনের কনটেন্ট টাইপ দেয়া থাকবে, শুধুমাত্র সেগুলোই শেয়ার/গ্যালারী অপশনে দেখতে পাবেন। অর্থাৎ যদি উক্ত গ্রুপে শুধু আলোকচিত্র দেয়া যায়, তাহলে গ্যালারীতে আপনি শুধুমাত্র আপনার পোস্টকৃত আলোকচিত্রগুলো পাবেন। বিষয়ের সাথে মিল রেখে ক্যাটাগরী এবং ট্যাগ নির্বাচন করুন এবং পোস্ট করুন। কোনো গ্রুপে একটি ইমেজ একবার পোস্ট করার পর তা স্বয়ংক্রিয়ভাবে গ্যালারী থেকে হাইড হযে যায়। অর্থাৎ পরবর্তীতে এই গ্রুপে পোস্টকালীন উক্ত পোস্টকৃত ইমেজটি আর শো করেনা।
খ। নতুন আপলোড (প্রক্রিয়াধীন)
গ্যালারী থেকে শেয়ার না করে নতুন পোস্ট করতে চাইলে আপলোড বাটন ক্লিক করে আপনার কনটেন্ট নির্বাচন করুন। কনটেন্টের ধরন, কপিরাইট, ক্যাটাগরী এবং ট্যাগ নির্বাচন করে সাবমিট করুন। নতুনভাবে আপলোডকৃত ছবি/ইমেজ আপনার মূল প্রোফাইলেও শো হবে।
গ্রুপের পোস্ট এপ্রুভাল সিস্টেমে [অটো এপ্রুভাল] অপশন চালু থাকলে সাবমিটকৃত পোস্ট সরাসরি গ্রুপে প্রকাশ হয়। [এডমিন এপ্রুভাল] চালু করা থাকলে, গ্রুপ এডমিন অনুমোদনের পর তা প্রকাশ পায়। গ্রুপে কনটেন্ট পোস্টের ক্ষেত্রে নিচের ভিডিওটি আপনাকে সাহায্য করতে পারে। [কনটেন্ট পোস্ট ভিডিও]
গ্রুপে ছবি/ইমেজ পোস্ট শর্তাবলী
আমারপিক্স.কম বাংলাদেশের ৮ বিভাগ, ৬৪ জেলা এবং ৬৫০ থানায় অনলাইন ভিত্তিক সংগঠন তৈরীর চেষ্টা করছে। আগ্রহী ব্যক্তিগন নির্বাচিত কমিটির মাধ্যমে স্থানীয়ভাবে নিজেদের সংগঠন পরিচালনা করতে পারবেন। শুধুমাত্র আমারপিক্স ‘গ্রুপ সহকমীবৃন্দ’ এই পরিকল্পনায় যুক্ত হতে পারবেন। গ্রুপগুলোতে প্রাপ্ত সহকর্মী পয়েন্ট এখানে যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিচের বিষয়গুলো আমাদের এই পরিকল্পনা প্রকাশে সাহস যুগিয়েছে এবং আশাবাদী করেছে-
প্ল্যান ২১ এর উদ্দেশ্য
প্ল্যান ২১ এর লক্ষ্য (২০২১-২৩)
কে এ বিষয়ে আগ্রহী হতে পারেন?
যে কোনো অনুদান শিল্পীকে উৎসাহ দেয়। শিল্পী যথাযথ উৎসাহ পেলে শিল্পের সমৃদ্ধি ঘটে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে, ১৮ কোটি মানুষের বাংলাদেশে ফটোগ্রাফার, ডিজাইনার, চিত্রকরদের প্রেরনা যোগানোর মতো আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানের সংখ্যা খুবই নগন্য। আবার কেউ কেউ হয়তো শিল্পীদের উৎসাহ দিতে আগ্রহী; কিন্তু সরাসরি যোগাযোগ, স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার অভাবে অনুদানের ইচ্ছে হারিয়ে ফেলেন। অনুদান প্রদানের ক্ষেত্রে ২টি বিষয় গুরুত্বপূর্ন-
ক. অনুদানের উদ্দেশ্য
অনুদান দাতাগন শিল্পের প্রতি ভালোবাসা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে শিল্পীদের প্রেরনা যোগাতে অনুদান ঘোষনা করে থাকেন। অনুদানদাতার চাহিদা মোতাবেক প্রদত্ত অনুদান যথাযথ ব্যবহার হলে তারা আত্মতৃপ্তি পান এবং তাদের উদ্দেশ্য সফল হয়।
খ. বন্টন প্রক্রিয়া
পৃথিবীতে বন্টন প্রক্রিয়া জটিল একটি বিষয়। ক্ষেত্রবিশেষে দায়িত্বপ্রাপ্তদের অদক্ষতা, অযোগ্যতা এবং স্বার্থের কারনে ঘোষিত অনুদান সঠিক হাতে পৌছেনা। তাছাড়া অনুদান পাওয়ার যোগ্য ব্যক্তিদের খুঁজে পেতে পরিশ্রম করতে হয় এবং তাদের হাতে তাদের প্রাপ্য পৌছাতে জটিল প্রক্রিয়া অনুসরন করতে হয়।
শিল্পী এবং শিল্পের জন্য প্রদত্ত অনুদানকে ‘শিল্পানুদান’ হিসেবে উল্ল্যেখ করা হয়েছে। আমারপিক্স.কম বাংলাদেশী শিল্পী এবং অনুদানদাতা; উভয়ের জন্য স্বচ্ছ, স্বয়ংক্রিয় এবং বিশ্বাসযোগ্য একটি অনলাইন ভিত্তিক ‘অনুদান সিস্টেম’ উন্নয়নের চেষ্টা করছে। ৩টি উদ্দেশ্যকে সামনে রেখে এই অনুদান সিস্টেম তৈরী করা হচ্ছে-
(১) ফটোগ্রাফার-ডিজাইনারদের সহযোগিতা।
(২) ভিজুয়াল আর্ট বিষয়ক ‘সংগঠকদের’ সহযোগিতা।
(৩) ভিজুয়াল আর্ট বিষয়ক ‘সংগঠনকে’ সহযোগিতা।
এখানে ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নামে সর্বনিম্ন ১০টাকা অনুদান ঘোষনা করা যায় এবং ৩ মিনিটেরও কম সময়ে বিষয়টি সম্পন্ন করা যায়। বর্তমানে ৩টি ক্ষেত্রে অনুদান প্রদান করা যায়-
ক) নির্দিষ্ট বিষয়ের গ্রুপে-
অনুদানদাতা পছন্দ অনুযায়ী বিষয় ভিত্তিক গ্রুপগুলোতে অনুদান দিতে পারেন, যেমন- প্রকৃতি, জলবায়ু, পাখি, শিশু, মানুষ, জীবনধারা, অবকাঠামো; ইত্যাদি। গ্রুপে প্রাপ্ত অনুদান গ্রুপের জনপ্রিয় শিল্পী, পরিচালনা কমিটি এবং সংগঠনের মাঝে বন্টন করা হয়। যেমন- ‘পাখি’ গ্রুপে অনুদান দিলে ‘পাখি’ বিষয়ে যারা ফটোগ্রাফি করেন, মাস শেষে তাদের মাঝে ঘোষিত অনুদান বন্টন হবে।
খ) নির্দিষ্ট এরিয়া ক্লাবে-
অনুদানদাতা নির্দিষ্ট একটি এরিয়া বা স্পটে অনুদান দিতে পারেন। বাংলাদেশের ৮ বিভাগ, ৬৪ জেলা এবং ৬৫০ থানা’র প্রতিটিতে স্বতন্ত্রভাবে অনুদান দেয়া যায়। মাস শেষে ঘোষিত অনুদান বন্টন হয়।
গ) নির্দিষ্ট ডিভাইসের ক্লাবে-
অনুদানদাতা নির্দিষ্ট ব্র্যান্ড ভিত্তিক ডিভাইস ক্লাবে অনুদান দিতে পারেন। ঘোষিত অনুদান মাস শেষে উক্ত ডিভাইস ক্লাবের জনপ্রিয় ফটোগ্রাফার, পরিচালনা কমিটি এবং সংগঠনের মাঝে বন্টন করা হয়।
প্রাপ্ত শিল্পানুদান বন্টন প্রক্রিয়া-
প্রাপ্ত ‘শিল্পানুদান’ প্রতিমাসের শেষে আভ্যন্তরীন ৩টি ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে বন্টন করা হয়-
প্রাপ্ত কয়েন দিয়ে যা করা যায়-
- ছবি-চিত্র ক্রয়-বিক্রয়
- ‘কয়েনশপে’ পণ্য ক্রয়
- প্রদর্শনীতে ‘অংশগ্রহন ফি’
- কনটেস্টে পুরস্কার ঘোষনা
- আর্ট মেন্টর সেকশনে অর্ডার
- ক্যামবাজার বিজ্ঞাপন ফি প্রদান
- সদস্যদের ব্যক্তিগত উপহার প্রদান
- পেইজে ব্যালেন্স ট্রান্সফার
- বিকাশ-নগদের মাধ্যমে টাকায় ক্যাশ আউট
অনুদান প্রাপ্তির সম্ভাব্য ক্ষেত্র-
ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নামে অনুদান ঘোষনা করা যায়। ২টি উপায়ে অনুদানকারী অনুদান ঘোষনা করতে পারেন-
ক) একাউন্ট কয়েন থেকে
আমারপিক্স.কম নেটওয়ার্কে সকল সদস্য এবং তাদের তৈরীকৃত পেইজের নিজস্ব একাউন্ট সিস্টেম রয়েছে। উক্ত একাউন্টের ‘কয়েন’ থেকে ঘোষিত অনুদান পরিশোধ করা যায়। একাউন্টে সমপরিমান কয়েন না থাকলে ‘কয়েন’ লোড করে নেয়া যায়।
খ) ক্যাশ টাকার মাধ্যমে
এর মাধ্যমে নেটওয়ার্কে একাউন্ট তৈরী ছাড়াই অনুদান দেয়া যায়। এখানে দাতার প্রদত্ত ফোন নম্বর এবং নাম তার পরিচয় হিসেবে বিবেচিত হবে। দাতা নাম প্রকাশে অনিচ্ছুক হলে, পরিচয় গোপন রাখতে পারবেন।
কিভাবে অনুদান দিবেন?
প্রতিটি নির্দিষ্ট গ্রুপ, বিভাগ, জেলা, থানা এবং ডিভাইস ক্লাবের ব্যানারে সর্বোচ্চ অনুদানদাতার নাম প্রকাশ করা হয়। নির্দিষ্ট অংকের অনুদান ঘোষনার পর উক্ত গ্রুপ/এরিয়ার অনুদানদাতাদের নামের পাশে ক্যাটাগরী ব্যাজ যুক্ত হবে। প্রদত্ত অনুদানের পরিমান অনুযায়ী দাতাদের ৬টি ক্যাটাগরীতে ভাগ করা হয়।
১। স্টার্টার - ১ হাজার ডিজিটাল কয়েন
২। ব্রোঞ্জ - ১০ হাজার ডিজিটাল কয়েন
৩। সিলভার - ১ লাখ ডিজিটাল কয়েন
৪। গোল্ড - ১০ লাখ ডিজিটাল কয়েন
৫। প্লাটিনাম - ৫০ লাখ ডিজিটাল কয়েন
৬। ডায়মন্ড - ১ কোটি ডিজিটাল কয়েন
অনুদান শর্তাবলী
গ্রুপগুলোর সক্রিয় সহকর্মীবৃন্দ স্বয়ংক্রিয় অনলাইন নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে প্রতিটি গ্রুপ, বিভাগ, জেলা এবং থানা ভিত্তিক সংগঠনগুলোকে নের্তৃত্ব নিতে পারবেন। দায়িত্বপ্রাপ্তদের ‘এডমিন’ এবং কমিটিকে ‘এডমিন প্যানেল’ হিসেবে অভিহিত করা হয়েছে। এডমিন প্যানেল সদস্যবৃন্দ অনলাইনেই সংগঠন পরিচালনা এবং নিয়ন্ত্রন করতে পারবেন।
সংগঠনের প্রয়োজনীয়তা
কমিটি তৈরীর উদ্দেশ্য
কমিটি ব্রান্ডিং-
২০২১-২৩ সালের সাংগঠনিক লক্ষ্য
গ্রুপ কমিটির আয়
এরিয়া (বিভাগ/জেলা/থানা) কমিটির আয়
গ্রুপ কমিটির মাসিক শিডিউল
বিভাগীয় কমিটির মাসিক শিডিউল
বিভাগীয় কমিটির ভবিষ্যত লক্ষ্য
এছাড়াও প্রতি মাসের শেষে প্রতিটি গ্রুপ এবং বিভাগীয় কমিটির সদস্যগন একে অন্যকে রিভিউ দিবেন। এই রিভিউ সিস্টেম কমিটি সদস্যদের সক্রিয়তা পরিমাপে ব্যবহার করা হয়। এই পয়েন্ট ‘এডমিন পয়েন্ট’ হিসেবে অভিহিত হবে, যা ভবিষ্যতে উক্ত সদস্যের জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের যোগ্যতা নির্ধারনে সহায়তা করবে। শেষ ৩মাসের গড় ‘এডমিন পয়েন্ট’ ৩০% এর নিচে হলে উক্ত সদস্য এডমিন প্যানেল/কমিটি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পরবেন।
জেলা কমিটির মাসিক শিডিউল
২০২২ সালে জেলা কমিটি অপশন রিলিজ করার পূর্বে প্রকাশ করা হবে।
থানা কমিটির মাসিক শিডিউল
২০২৩ সালে থানা কমিটি অপশন রিলিজ করার পূর্বে প্রকাশ করা হবে।
কমিটি পরিচালনা টুলস
যে কোনো বিষয় গ্রুপ, বিভাগ, জেলা, থানা এবং ডিভাইস ক্লাবে নির্দিষ্ট সংখ্যক সহকর্মী/সদস্য যুক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে কমিটি নির্বাচন প্রক্রিয়া চালু হবে।
বিষয় গ্রুপ = ১,০০০ সদস্য
থানা ক্লাব = ১,০০০ সদস্য
জেলা ক্লাব = ২,০০০ সদস্য
বিভাগ ক্লাব = ৩,০০০ সদস্য
ডিভাইস ক্লাব = ৫,০০০ সদস্য
ধাপ ১ - প্রার্থীতা ঘোষনা (১০ দিন)
নির্ধারিত সময়ে গ্রুপ/স্পটগুলোর সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত ৩০সহকর্মী স্বয়ংক্রিয়ভাবে একটি ‘প্রাথী ফরম’ পাবেন। ফরমে ৫টি পদ এবং প্রতিটি পদের নির্দিষ্ট দায়িত্ব উল্লেখ থাকে। প্রতিটি পদে ২জন করে মোট ১০জনের কমিটি গঠন হবে।
১। মেন্টর/জুরি- ৪জন
কনটেন্ট এপ্রুভাল, মাসিক ইভেন্ট আয়োজন, ইভেন্ট জুরি দায়িত্ব, মাসে ১টি টিউটোরিয়াল/টেকনিক্যাল ফিচার।
২। পরিকল্পনাকারী - ২জন
সদস্যদের সাথে সমন্বয়, মাসিক মিটিং আয়োজন, যোগাযোগ রক্ষা, রিপোর্ট তৈরী, অন্যান্য।
৩। কনটেন্ট মেকার - ২জন
মাসের জনপ্রিয় ২০ কনটেন্ট দিয়ে ১টি ভিডিও তৈরী। নিজেদের গ্রুপ/এরিয়াতের তথ্য দিয়ে ১টি ভিডিও তৈরী।
৪। প্রচারকারী - ২জন
কমিটির ফেসবুক পেইজ/ইউটিউব চ্যানেল পরিচালনা, নেটওয়ার্ক সম্পর্কিত প্রশ্নোত্তর।
আগ্রহী সহকর্মী পছন্দমতো পদবী নির্বাচন এবং অন্যান্য তথ্য উল্ল্যেখ করে পোস্টের পর, প্রার্থী লিষ্টে তার নাম প্রকাশ হবে। প্রার্থীতা ঘোষনা এবং বাতিলের সময়সীমা ১০দিন। যে কেউ এই সময়ের মধ্যে নিজের প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ১০দিন পর চুড়ান্ত প্রার্থী তালিকায় ২০জনের নাম প্রকাশ হবে। সহকর্মী হিসেবে প্রাপ্ত পয়েন্ট, বিভিন্ন অর্জন এবং অন্যান্য যোগ্যতা এই চুড়ান্ত প্রার্থী তালিকা তৈরীতে ভূমিকা রাখে।
ধাপ ২ - ভোটিং প্রক্রিয়া (৫দিন)
এখানে সবাই ভোট দিতে পারেনা। চুড়ান্ত প্রার্থী তালিকায় থাকা প্রার্থীরা শুধুমাত্র নিজ নিজ তালিকার বাকী ১৯জন প্রার্থীকে ভোট দিতে পারেন। যেমন- ‘ঢাকা বিভাগের’ ২০জন প্রার্থীদের প্রতিজন বাকি ১৯জন প্রার্থীকে ভোট দিতে পারবেন। এর উদ্দেশ্য হচ্ছে দক্ষদের মাধ্যমে দক্ষদের নির্বাচন এবং তাদের পছন্দমতো এডমিন সহকর্মী বাঁছাই করা। কোনো কমিটিতে কাছাকাছি মানসিকতা এবং দক্ষতা সম্পন্ন সদস্য না থাকলে দলগতভাবে সফলতা অর্জন করা কঠিন একটি বিষয়।
-
প্রতিটি ভোটে ৫০ পয়েন্ট থাকে। আপনি ভোটার হিসেবে একজন প্রার্থীকে ৫টি বিষয়ে ৫-৫০ পয়েন্ট প্রদান করতে পারবেন। ভোট দেয়া জরুরী। কারন আপনার প্রদত্ত প্রতিটি ভোটের বিপরীতে আপনার প্রাপ্ত ভোট পয়েন্টের সাথে (যা অন্যরা আপনাকে দিয়েছে) ৫পয়েন্ট করে যোগ হয়। অর্থাৎ আপনি তালিকার বাকী ১৯ প্রার্থীকে ভোট দিয়ে (১৯ x ৫) = ৯৫ পয়েন্ট নিজের প্রাপ্তভোট পয়েন্টের সাথে যোগ করতে পারবেন। প্রার্থীর তথ্য এবং পরিচয় দেখে, বুঝে যোগ্য ব্যক্তিকে সঠিক ভোট দিতে চেষ্টা করুন। কারন এই প্রার্থীরাই আপনার সংশ্লিষ্ট গ্রুপ/এরিয়াতে আপনার অংশীদার হয়ে ভবিষ্যত সফলতা অর্জনে সহায়তা করবে।
আপনার প্রদত্ত প্রতিটি ভোটের লগ থাকবে, যা শুধুমাত্র আপনি দেখবেন। ধরা যাক আপনি [করিম] নামে একজন প্রার্থীকে ভোট দিয়েছেন। [করিমকে] দেয়া আপনার ভোট পয়েন্টের সাথে, [করিমকে] দেয়া অন্যান্য ভোটারদের প্রদত্ত মোট ভোট পয়েন্টের পার্থক্য প্রকাশ হবে। আপনি [করিমকে] ওভারভ্যালু করেছেন, নাকি আন্ডারভ্যালু করেছেন; তা দেখানোর জন্য।
ধাপ ৩ - কমিটি ঘোষনা
ভোটিং সময়সীমা ৫দিন। নির্ধারিত সময়ে সর্বোচ্চ ভোট পয়েন্ট প্রাপ্ত ১০ জনকে স্বয়ংক্রিয়ভাবে নিজ গ্রুপ/এরিয়াতের কমিটি সদস্য হিসেবে ঘোষনা/প্রকাশ করা হবে। নির্বাচিত এডমিন প্যানেলের সদস্যরা গ্রুপ এবং স্পট পরিচালনার জন্য সিস্টেমে প্রয়োজনীয় অপশন পাবেন। তাদের নাম এবং পরিচয় উক্ত গ্রুপ অথবা এরিয়াতের [এবাউট] সেকশনে প্রকাশ হবে। এই কমিটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বলবৎ থাকবে। পরবর্তী নির্বাচনে একই প্রক্রিয়ায় নতুন এডমিন প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে।
কমিটি সংক্রান্ত জরুরী তথ্য-
সাংগঠনিকভাবে সফল হবে, এমন একটি এডমিন প্যানেল নির্বাচন করা সহজ বিষয় নয়। আমারপিক্স.কম সম্ভাব্য কয়েকটি উপায় নিয়ে বিষয়টি বাস্তবায়নে চেষ্টা করছে। আমাদের চিন্তা-ভাবনায় অসঙ্গতি এবং টেকনিক্যাল অনেক কারনে সিস্টেমটি পরিপূর্ন এবং সমস্যামুক্ত নয়। চাহিদা, বাস্তব পরিস্থিতি এবং অভিজ্ঞতার ভিত্তিতে ধীরে ধীরে সিস্টেমটিকে উত্তরোত্তর উন্নত এবং সহজ করার প্রক্রিয়া চলমান থাকবে। সদস্যদের সুচিন্তিত মতামত এবং উপদেশ এতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
কমিটি শর্তাবলী