দুঃখিত, শুধুমাত্র [ ফটোগ্রাফি পেইজ] এর দায়িত্বপ্রাপ্ত এডমিন/এডিটর Amarpix.com সাইটে ক্যাপশন কনটেস্ট আয়োজন করতে পারেন। আপনার পরিচালিত কোনো [ফটোগ্রাফি পেইজ] পাওয়া যায়নি।
Amarpix.com সাইটে এই ট্রেইনার/মেন্টরের ভেরিফাইকৃত ফটোগ্রাফার একাউন্ট থাকলেই শুধুমাত্র মোবাইল নম্বরের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে। ‘অনুরোধ’ পাঠানোর পর উক্ত ফটোগ্রাফার পপআপ ম্যাসেজ পাবেন। তিনি ম্যাসেজ অনুমোদন করলে এই কর্মশালার তথ্যে ট্রেইনার/মেন্টর হিসেবে নাম প্রদর্শিত হবে।