১। প্রয়োজনীয় সংখ্যক সহকর্মী যুক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে এই সংগঠনের নির্বাচনী শিডিউল ঘোষনা হবে এবং সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত সহকর্মীগন প্রার্থীতা ঘোষনা করে নির্বাচনে অংশগ্রহন করতে পারবেন। এই নির্বাচনে শুধুমাত্র প্রার্থীরাই ভোট দিতে পারেন।
২। প্রার্থীতা ঘোষনার পর শিডিউল অনুযায়ী স্বয়ংক্রিয় ভোট পর্ব শুরু হবে। এই সংগঠনের নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরা সবাই একে অন্যকে যোগ্যতা এবং তথ্যের ভিত্তিতে ভোট দিবেন। নির্ধারিত সময়ে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সহকর্মীদের (ঘোষিত সংখ্যক) নিয়ে স্বয়ংক্রিয়ভাবে সংগঠনের কমিটি প্রকাশ হবে। নির্বাচিত কমিটি পরবর্তী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকে। কমিটি সদস্যগন সংগঠন পরিচালনার জন্য প্রয়োজনীয় অপশনসহ ‘এডমিন প্যানেল’ পাবেন। এই বিষয়ে [আরো দেখুন]
প্রার্থীগন সংগঠনের কার্যক্রমে নিজের পছন্দ মতো দায়িত্ব বেঁছে নিতে পারবেন। প্রতিটি দায়িত্বের বিপরীতে পয়েন্ট আছে। নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করতে কমপক্ষে ২০ পয়েন্ট প্রয়োজন হয়। এই বিষয়ে [আরো দেখুন]
নির্বাচিত কমিটি ভোটিংয়ের মাধ্যমে উপদেষ্টা নিয়োগ করবে
নির্বাচিত কমিটি ভোটিংয়ের মাধ্যমে নিয়োগ দিবে
বিভাগীয় ফেসবুক গ্রুপে এডিটর দায়িত্ব পালন।
প্রতিমাসে ফটোগ্রাফি বিষয়ে ১ঘন্টার লাইভ ট্রেনিং আয়োজন এবং পরিচালনা।
প্রতিমাসে ১টি শিক্ষামূলক ভিডিও টিউরোরিয়াল গ্রুপে/বিভাগে/জেলায়/থানায় পোস্ট।
প্রতিমাসে সেরা ২০টি ছবি/ইমেজ নিয়ে ভিডিও তৈরী করে ফেসবুক গ্রুপে পোস্ট।
প্রতিমাসে ১টি ইভেন্ট আয়োজন, পরিচালনা এবং জুরি ভোট দিয়ে সহায়তা।
প্রতিদিন এই থানায় সদস্যদের পোস্টকৃত কনটেন্ট অনুমোদন।
প্রতিদিন এই জেলায় সদস্যদের পোস্টকৃত কনটেন্ট অনুমোদন।
প্রতিদিন এই বিভাগে সদস্যদের পোস্টকৃত কনটেন্ট অনুমোদন।
প্রতিদিন এই গ্রুপে সদস্যদের পোস্টকৃত কনটেন্ট অনুমোদন।
সংগঠনের জন্য প্রতিমাসে কমপক্ষে ১,০০০ টাকার অনুদান সংগ্রহ।
কিশোরগঞ্জ জেলা কমিটি নির্বাচন - 2025
3000 সহকর্মী প্রয়োজন
নির্বাচন শিডিউল ঘোষনা হবে
30 জন নির্বাচনে অংশ নিতে পারবেন
জনপ্রিয় সহকর্মীবৃন্দ প্রার্থীতা ঘোষনা করবেন
15 সদস্যের কমিটি
নির্বাচিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন